বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার, IPL নিলামের মঞ্চে সবচেয়ে বেশি অর্থ হাতে নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সূত্রেই, যাদের পছন্দ হয়েছে তাঁদেরই কিনেছে শাহরুখ খানের দল। এক কথায়, যা চেয়েছে তাই পেয়েছে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নাইট ম্যানেজমেন্টের প্রধান টার্গেট ছিল চেন্নাই সুপার কিংসের নজর থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ছিনিয়ে নেওয়া। শেষ পর্যন্ত টাকার জোরে সেটাই করেছে KKR ফ্রাঞ্চাইজি। অজি তারকা দলে ভিড়তেই জল্পনা বাড়ল, তাঁর অধিনায়ক হওয়া নিয়েও (KKR New Captain)! নাইট ভক্তদের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, অজিঙ্কা রাহানে নয়, হয়তো গ্রিনকেই সেনাপতি বানাতে পারে শাহরুখের ম্যানেজমেন্ট!
KKR এর অধিনায়ক হবেন গ্রিন?
এবারের নিলামে অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার গ্রিনই। তাঁকেই 25 কোটি 20 লাখ দিয়ে একেবারে বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এত দাম পায়নি কোনও বিদেশি খেলোয়াড়। শেষবারের মতো শাহরুখ খানের দলই 24 কোটি 75 লাখ দিয়ে কিনেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে। কাজেই, এবারের মতো IPL ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া বিদেশি হয়ে উঠলেন গ্রিন। আগামী দিনে তাঁকে নিয়ে যুদ্ধ জয়ের আশায় বুক বেঁধেছে সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। এরই মাঝে শোনা যাচ্ছে, রাহানের বদলে তাঁকেই অধিনায়কের আসনে বসাতে পারে KKR!
প্রথমেই বলে রাখি, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনও তথ্য দেয়নি শাহরুখের দল। তবে বেশ কয়েকটি সূত্র এবং নাইট ভক্তদের একাংশ মনে করছেন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার যে ধরনের প্লেয়ার তাতে সবদিক বিচার করে তাঁকেই অধিনায়কের দায়িত্ব দিতে পারে নাইট ম্যানেজমেন্ট। তাছাড়াও গত সিজনে রাহানের নেতৃত্বে শুধুই ব্যর্থতা দেখেছিল দল। তাই নতুন কাউকে সেনাপতির দায়িত্বে বসাতে চাইছে KKR ম্যানেজমেন্ট! সেক্ষেত্রে, রাহানে হতে পারেন কলকাতার নতুন সহ অধিনায়ক! তবে সবটাই বোঝা যাবে, KKR এর তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসার পরেই।
অবশ্যই পড়ুন: IPL এ KKR সহ বাকিদের টাইট দিতে কাদের কিনল CSK? এক নজরে দেখে নিন ধোনির দল
উল্লেখ্য, গতকাল কলকাতায় রেকর্ড দামে বিক্রি হওয়ার পর একটি ভিডিও বার্তায় নাইট ভক্তদের উদ্দেশ্যে নিজের মনের কথা জানান অস্ট্রেলিয়ার স্টার ক্রিকেটার গ্রিন। এদিন কলকাতা নাইট রাইডার্স দলের তরফে তাদের অফিসিয়াল হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে গ্রিনকে বলতে শোনা গিয়েছিল, “হেই KKR ভক্তরা। কলকাতা নাইট রাইডার্স দলের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই দলটার হয়ে ইডেনের কলরব মুখর পরিবেশে খেলতে মুখিয়ে রয়েছি। আশা করছি তোমাদের সকলকে একটা ভাল মরসুম উপহার দিতে পারব। খুব শীঘ্রই দেখা হচ্ছে…”