রিচার্জের দাম ২০% বাড়াতে পারে Jio, Airtel, Vi

Recharge Plan Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল ব্যবহারকারীদের জন্য এবার বিরাট ঝটকা। আন্তর্জাতিক আর্থিক সংস্থা Morgan Stanley এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea আগামী 2026 সালে প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জের দাম 16% থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে (Recharge Plan Hike)। আর এই পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে সাধারণ গ্রাহকদের পকেট থেকে গর্চা যাবে বাড়তি টাকা।

2026 সালেই ট্যারিফ বাড়ার সম্ভাবনা

বলাবাহুল্য, টেলিকম সংস্থাগুলির আগের ট্রেন্ড দেখলে বোঝা যাচ্ছে যে, শেষ সবথেকে বড় ট্যারিফ বেড়েছিল 2024 এর জুলাই মাসে। সাধারণত দু’বছর পরপর বড় আকারে ট্যারিফ বাড়ে। সেই হিসাবে পরবর্তী ট্যারিফ বৃদ্ধি আসতে পারে 2026 সালে। Morgan Stanley মনে করছে, সেই সময় টেলিকম সংস্থাগুলি একসঙ্গেই রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে পারে।

হ্যাঁ, তাদের রিপোর্ট অনুযায়ী, 4G এবং 5G উভয় প্ল্যানেই 16% থেকে 20% পর্যন্ত দাম বাড়বে। এমনকি প্রিপেড ও পোস্টপেইড দুটিই এর আওতায় আসবে। আর 5G পরিষেবা হতে পারে আরও ব্যয়বহুল। বিশ্লেষকরা বলছে, 2026 সালে ট্যারিফ বৃদ্ধির ফলে 2027 অর্থবর্ষে টেলিকম সংস্থাগুলির আয় অনেকটাই বাড়বে।

সবথেকে বেশি লাভ এয়ারটেলের

রিপোর্টে বলা হয়েছে, এয়ারটেল এই ট্যারিফ বৃদ্ধির সবথেকে বেশি সুবিধা লাভ করতে পারে। কারণ, বর্তমানে এয়ারটেলের ARPU প্রায় 256 টাকা। আর ট্যারিফ বৃদ্ধির পর তা 300 টাকা ছাড়িয়ে যেতে পারে। এমনকি আগামী 5 বছরে তা 400 টাকা পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে বলে মত প্রকাশ করছে বিশ্লেষকরা। Morgan Stanley জানিয়েছে, 2026 সালের পর আর কোনও ট্যারিফ না বাড়ালেও এয়ারটেলের ARPU 400 টাকা পর্যন্ত ছুঁতে পারে।

আরও পড়ুন: পলিউশন সার্টিফিকেট ছাড়া মিলবে না পেট্রোল, আজ থেকেই নিয়ম চালু করল সরকার

বল রাখি, ট্যারিফ বাড়লে সাধারণত কিছু গ্রাহক রিচার্জ বন্ধ করে দেয়। পাশাপাশি একাধিক সিম ব্যবহার কমে। কিন্তু রিপোর্ট বলছে, এই প্রভাব দুই থেকে তিন ত্রৈমাসিকের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। আর দীর্ঘমেয়াদে কোম্পানির আয় এবং লাভ দুইই বাড়ে। বিশেষ করে জিও এবং এয়ারটেল গ্রাহক হারাবে না তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভোডাফোন আইডিয়া এখন গ্রাহক হারাচ্ছে এবং আগামী দিন হয়তো আরও হারাতে পারে।

Leave a Comment