বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবারই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। আর তার আগেই কার্যত বোমা ফাটাল KKR! সদ্য, জল্পনাকে সত্যি করে প্রধান কোচ হিসেবে অতি পরিচিত মুখ অভিষেক নায়ারকে নিয়োগ করেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এবার সেই একই পথ ধরে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হল বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে (Star Allrounder In KKR)। হ্যাঁ, ইতিমধ্যেই নাইটদের সহকারি কোচ হিসেবে অস্ট্রেলিয়ান মহারথী শেন ওয়াটসনের নাম ঘোষণা করে দিয়েছে শাহরুখ খানের দল।
IPL এ দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অজি মহারথীর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার ওয়াটসনের নাম। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস থেকে সঞ্জু স্যামসনের রাজস্থান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বেশ কিছু দলে ব্যাট এবং বল হাতে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। এর আগে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সাথে দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার সামলাবেন রিঙ্কু সিংদের দায়িত্ব।
না বললেই নয়, সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কোচের দায়িত্ব সামলেছিলেন শেন। একটানা তিন বছর এই দলে নিজের দায়িত্ব পালন করেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বিদেশি লিগে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এবার কলকাতা নাইট রাইডার্সের হাল ধরতে চলেছেন ওয়াটসন। ইতিমধ্যেই সেই খবর ঘটা করে ঘোষণা করেছে KKR। নাইটদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই ওয়াটসনকে নতুন পদের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

অবশ্যই পড়ুন: IPL 2026 এর আগে গরম খবর! অধিনায়কদের ছেড়ে দিতে পারে এই ৩ দল
KKR এর দায়িত্ব পেয়ে আপ্লুত শেন
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দেখানো পথে হেঁটে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল তিন বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এ বছর যাতে সেটা না হয় সেজন্যই একেবারে সবদিক ভেবে দল গোছাচ্ছে নাইটদের ম্যানেজমেন্ট। প্রধান কোচ হিসেবে অভিষেককে দায়িত্ব দেওয়ার পরই এবার তার সহযোগী হিসেবে নাইট শিবিরে ভিড়ছেন ওয়াটসন। আর এই নতুন দায়িত্ব পেয়ে একেবারে আনন্দে গদগদ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ওয়াটসন বললেন, “কলকাতা নাইট রাইডার্স অসাধারণ দল। এই দলের দক্ষতা প্রশংসাযোগ্য। সমর্থকরাও দারুণ। এমন দলে কাজ করতে পারবো ভেবেও ভাল লাগছে। এই দায়িত্ব আমার কাছে যথেষ্ট সম্মানজনক। বাকিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে মুখিয়ে রয়েছি।”