রিটেনশন তালিকা প্রকাশের আগেই KKR এ খেলা তারকা অলরাউন্ডারকে কিনে নিল মুম্বই

Star All Rounder In MI Mumbai Indians first trade

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ 13 নভেম্বর। মাঝের দিনটা বাদ দিলে আগামী 15 নভেম্বর IPL 2026 এর রিটেনশন তালিকা প্রকাশ করার কথা দলগুলির। আর তার আগেই আসন্ন মরসুমের প্রথম ট্রেড ঘোষণা করে ফেলল আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস থেকে ভারতীয় তারকা তথা KKR প্রাক্তনী শার্দুল ঠাকুরকে দলে টানল MI ম্যানেজমেন্ট (Star All Rounder In MI)। কিন্তু তার পরিবর্তে LSG তে হার্দিকের দলের কোন প্লেয়ার যাচ্ছেন, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনেনি 5 বারের চ্যাম্পিয়নরা।

ফর্ম দেখেই শর্দুলকে দলে টানল MI

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলামে ভারতীয় অলরাউন্ডার শার্দুলের দিকে ফিরেও তাকায়নি কোনও ফ্রাঞ্চাইজি। যার জেরে একেবারে শেষ পর্যন্ত অবিক্রিত ছিলেন এই খেলোয়াড়। তবে ভাগ্যের জোরে লখনউ দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও তার কারণটা ছিল মহসিন খানের চোট। তবে অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া মাত্রই নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন ভারতীয় ক্রিকেটার। LSG র হয়ে এক ম্যাচে তুলে নিয়েছিলেন 5 উইকেট। গোটা IPL 2025 সিজনে 10 ম্যাচে অংশ নিয়ে 13টি উইকেট ভেঙে ছিলেন শার্দুল। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ভারতীয় অলরাউন্ডারের ফর্ম দেখেই তাঁকে দলে ভেড়াচ্ছে মুম্বই।

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য খুঁজতে দলে কৌশলগত পরিবর্তন আনছে LSG। মূলত সে কারণে একাধিক ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই তালিকায় একেবারে প্রথমেই নাম উঠল শার্দুলের। এদিকে ভারতীয় অলরাউন্ডারকে দলে নেওয়ার পরিপ্রেক্ষিতে শর্ত হিসেবে নাকি সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরকে LSG তে পাঠাচ্ছে মুম্বই। সেই সাথে দিতে হচ্ছে বাকি অর্থও। যদিও IPL কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্যে অর্জুনের নাম উল্লেখ করা হয়নি।

অবশ্যই পড়ুন: দেশে ফিরেই বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ কিনলেন অর্শদীপ, জানুন গাড়িটির দাম সহ যাবতীয় স্পেসিফিকেশন

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিক্রিত থাকা খেলোয়াড়কে এবার আগেভাগে মুম্বইয়ের মতো দল কিনে নেওয়ায়, চর্চা বেড়েছে ভারতীয় ক্রিকেট মহলে। না বললেই নয়, চেন্নাই সুপার কিংসের হয়ে বহুদিন মাঠ কাঁপিয়েছেন শার্দুল। হলুদ ব্রিগেডের হয়ে জিতেছেন দুটি IPL। টানা এক বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সেও। এবার খেলবেন ঘরের মাঠ মুম্বইয়ে।

Leave a Comment