রি-ভ্যালিডেশন এবং রি-ইস্যু করতে হবে OBC সার্টিফিকেট! কীভাবে জানুন

OBC Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। জানা গেল, এবার প্রত্যেককে তাদের ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নতুনভাবে আপডেট করতে হবে। হ্যাঁ, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং যারা নতুন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছে, প্রত্যেককেই রি-ভ্যালিডিশন এবং রি-ইস্যু করতে হবে। কিন্তু কোনটি কাদের জন্য, আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাবো।

কাস্ট সার্টিফিকেট রি-ভ্যালিডেশন এবং রি-ইস্যু

রি-ভ্যালিডেশন এবং রি-ইস্যু কাদের করতে হবে, সে বিষয়ে আগে বিস্তারিত জানা জরুরী। প্রথমে আমরা জানবো রি-ভ্যালিডেশন সম্পর্কে। আসলে যে ৬৪টি সম্প্রদায় আগে থেকেই ওবিসিস তালিকায় অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস রয়েছে, তাদেরকে এবার রি-ভ্যালিডেশন করতে হবে। অর্থাৎ, যারা ওবিসি-এ কিংবা ওবিসি-বি শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের সকলকে এই প্রক্রিয়া সারতে হবে।

এবার আসি রি-ইস্যু কাদের করতে হবে, সেই সম্পর্কে। সম্প্রতি ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছিল। কিন্তু তাদের আবারও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরই নতুন করে সার্টিফিকেটের জন্য রি-ইস্যু করতে হবে। মোদ্দা কথা, যে সকল জেনারেল প্রার্থীদের নতুন করে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাদের সবাইকে নতুন সার্টিফিকেট ইস্যু করতে হবে।

কীভাবে করতে হবে রি-ভ্যালিডেশন?

রি-ভ্যালিডেশন করার জন্য প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেট পোর্টালে ভিজিট করতে হবে। সঙ্গে নিজের ও বাবার ভোটার আইডি কার্ড, বসবাসের প্রমাণপত্র, গত তিন বছরের আয়ের প্রমাণপত্র, মূল শংসাপত্র ও দুজন সাক্ষী ভোটার দরকার হবে। উল্লেখযোগ্য বিষয়, রাজ্যের চাকরির বা সুবিধার জন্য আলাদা করে রি-ভ্যালিডেট করতে হবে। আবেদন করার সময় অবশ্যই মূল সার্টিফিকেট এবং একটি সেলফ ডিক্লেয়ারেশন জমা দিতে হবে। সবকিছু জমা দিলে পুরনো সার্টিফিকেট আবারও বৈধ হবে।

রি-ইস্যু কীভাবে করবেন?

যে ৭৪টি সম্প্রদায় তালিকা থেকে বাদ গিয়েছিল কিন্তু আবারও যুক্ত হয়েছে, তাদেরকে নতুন করে শংসাপত্র পাওয়ার জন্য নতুনভাবে আবেদন করতে হবে। এর জন্য অনলাইনে আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, স্থায়ী বসবাসের সার্টিফিকেট, পুরনো জাতিগত সংশোধন এবং বাবার পরিচয়পত্র দিতে হবে।

আরও পড়ুনঃ ৩০ নভেম্বরের পর এদের বন্ধ হয়ে যাবে রেশন কার্ড!

কীভাবে নতুন ডিজিটাল সার্টিফিকেট পাবেন?

ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়ে গেলে আবারও সবাইকে নতুন ডিজিটাল সার্টিফিকেট নিতে হবে। তবে আবেদনপত্র যারা নিজেদের এসডিও অফিসে জমা করেছিলেন, তারা আবেদন করার ১২ মাসের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন এবং অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এর জন্য নিন্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে OBC সেকশন থেকে “Download Certificate” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার ডিজিটাল ওবিসি কাস্ট সার্টিফিকেট নম্বর এবং নাম দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

Leave a Comment