রেকর্ড গড়ল পরশুরাম, জমি ফিরে পাচ্ছে পরিণীতাও! দেখুন এ সপ্তাহের টিআরপি লিস্ট

trp list

সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। ফের একবার তীব্র হল টিআরপি (TRP) যুদ্ধ। কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল তা জানার দিন এসে গিয়েছে। বর্তমানে যত সময় এগোচ্ছে ততই যেন টিআরপির সিংহাসন ধরে রাখতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সিরিয়ালগুলির মধ্যে। এবারেও তাই হল। তবে সবথেকে বড় বিষয়, চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

বেঙ্গল টপার হল কে?

সকলকে চমকে দিয়ে চলতি সপ্তাহেও কিন্তু বেঙ্গল টপার হল স্টার জলসার ‘পরশুরাম…আজকের নায়ক।’ যা কিনা রেকর্ড। টানা এভাবে কোনও সিরিয়াল আগে বেঙ্গল টপার হয়নি। যাইহোক, এই সপ্তাহেও ৭.২ নম্বর পেয়ে বেঙ্গল টপার মেগা সিরিয়াল হিসাবে রয়েছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি এবং পরিণীতা। জি বাংলার এই দুই মেগারই প্রাপ্ত নম্বর ৬.৯। এখানে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে পরিণীতা। বেশ কিছু সময় ধরে টিআরপি তালিকার নিচের দিকে থাকলেও এই সপ্তাহে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে পরিণীতা। অন্যদিকে তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার রাণী ভবানি। এই মেগাও শুরুর পর থেকেই ভালো ফল করছে। যাইহোক, এই মেগা বেঙ্গল টপার হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুনঃ বিশ্বে প্রথম! কর্ণাটকের মহিলার শরীরে মিলল অজানা রক্তের গ্রুপ, হতবাক চিকিৎসকরা

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা…

  1. প্রথম- পরশুরাম 7.2 ।
  2. দ্বিতীয়- ফুলকি , পরিণীতা 6.9।
  3. তৃতীয়- জগদ্ধাত্রী, রাণী ভবানী 6…
  4. চতুর্থ- চিরসখা 6.5।
  5. পঞ্চম- রাঙামতি 6.3।
  6. ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার, অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 5.4।
  7. সপ্তম- আমাদের দাদামণি 5…
  8. অষ্টম- কথা 4.9।
  9. নবম- কোন গোপনে মন ভেসেছে 4.1।
  10. দশম- শুভ বিবাহ 3.7।

 

Leave a Comment