রেকর্ড ট্রান্সফার ফি-তে ইস্টবেঙ্গলে আসছেন জয় গুপ্তা, শক্তি পেল মশালবাহিনী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের আকাশে ঘন মেঘ। অনিশ্চিত দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL। ফেডারেশনের সাথে FSDL-র সমস্যা কবে কাটবে তার কোনও উত্তর নেই কারোর কাছেই। এরই মাঝে দলবদলের বাজারে ঝড় তুলেছে ইস্টবেঙ্গল। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ইন্ডিয়ান সুপার লিগ স্থগিত ঘোষণা করা সত্ত্বেও একের পর এক নতুন ফুটবলার সই করাচ্ছে লাল হলুদ।

আগেই মশাল শিবিরে চূড়ান্ত হয়েছেন ব্রাজিলের মিগুয়েল ও প্যারেস্টাইনের মহম্মদ রশিদ। সদ্য দীঘল ফুটবলার মার্তন্ড রায়নাকে সই করিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। তবে সেখানেই থেমে থাকেনি বাগান প্রতিবেশী। সকলকে চমকে দিয়ে একসাথে বিপিন সিং ও এডমুন্ড লালরিন্দিকাকে সই করিয়েছে মশাল ব্রিগেড। এবার সেই সূত্র ধরেই আরও এক তারকাকে বুকে টেনে নিল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলে আসছেন জয় গুপ্তা

বিগত বেশ কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গলের সাথে বারংবার উঠে আসছিল এফসি গোয়ার তুখোড় ফুটবলার জয় গুপ্তার নাম। একাধিক সূত্র দাবি করছিল, যত দ্রুত সম্ভব জয়কে চূড়ান্ত করতে পারে ইস্টবেঙ্গল। শেষমেষ তেমনটাই হল। গোয়ার এই সাইড ব্যাককে সম্মানের সাথে দলে টেনে নিল ইস্টবেঙ্গল। না, লাল হলুদের তরফে এখনও সে খবর ঘটা করে জানানো হয়নি। তবে এফসি গোয়া কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জয় গুপ্তার ইস্টবেঙ্গলে আসার খবর জানিয়ে দিয়েছে।

জয়ের পুরোনো দল এফসি গোয়ার তরফে X হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়েছে, রেকর্ড ট্রান্সফার ফি-তে ইস্টবেঙ্গলে ভিড়তে চলেছেন জাতীয় দলে খেলা জয় গুপ্তা। এরপরই কমলা সবুজ জার্সিতে জয়ের 2 বছরের জার্নিকে সামনে রেখে ধন্যবাদ জ্ঞাপন করেছে গোয়া। সোশ্যাল বার্তায় ভারতীয় ফুটবলারকে শুভেচ্ছাও জানায় ভিন রাজ্যের দল।

কত টাকায় লাল হলুদে আসছেন জয়?

ইস্টবেঙ্গলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে তার আগেই এফসি গোয়ার পক্ষ থেকে জয়ের ইস্টবেঙ্গলে আসার খবর জানানো হয়েছে। কিন্তু কত টাকায় ইস্টবেঙ্গলের সই করলেন জয়? এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি এফসি গোয়ার সোশ্যাল পোস্টে। তবে সূত্রের খবর, খুব সম্ভবত দেড় কোটি টাকায় ইস্টবেঙ্গলে পাড়ি দিচ্ছেন ভারতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার।

 

অবশ্যই পড়ুন: শুভাংশুর পরিবর্তে একজন দলিতকে মহাকাশে পাঠানো যেত! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

প্রসঙ্গত, জয় ইস্টবেঙ্গলে ভিড়লে আগের থেকে অনেকটাই শক্তি পাবে অস্কার ব্রুজোর দল, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাছাড়াও, লাল হলুদ জনতার একটা বড় অংশ প্রথম থেকেই চেয়েছিলেন, দলের এমন দুরবস্থায় জয়কে একাদশের অংশ করা হোক। এবার সেই আশাই পূরণ হওয়ার পথে। আপাতত যা খবর, খুব শীঘ্রই জয় গুপ্তাকে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে মশাল দল।

Leave a Comment