রেডি রাখুন লেপ, কম্বল! দক্ষিণবঙ্গের ৬ জেলায় জাঁকিয়ে শীত, আজকের আবহাওয়া

Weather today WInter

সহেলি মিত্র, কলকাতা: জাঁকিয়ে শীত কবে? এখন সকলের মুখে এই একটাই প্রশ্ন। মেঘলা আকাশ, কম ঠান্ডা, ছিটেফোঁটা বৃষ্টি নিয়ে তিতিবিরক্ত সকলে। সেইসঙ্গে দোসর ঘূর্ণিঝড়, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত। শীতের জন্য আর কত অপেক্ষা করতে হবে? এই নিয়ে অবশেষে জবাব দিল হাওয়া অফিস। চিন্তা নেই, কারণ আজ বুধবার (Weather Today) থেকেই হাওয়া বদল হতে চলেছে বাংলার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এবার হু হু করে নামতে শুরু করবে কলকাতা সহ সমগ্র বাংলার পারদ। আগামী দিনে বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে।দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় ঠান্ডা থাকবে। তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে।  আইএমডি কলকাতা জানিয়েছে, আগামী চার দিনে পশ্চিমবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী এক সপ্তাহ ধরে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।  দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষ করে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং হাওড়া তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে আগামী এক সপ্তাহে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ ভালো মতো ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী চার দিনের মধ্যে পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।বুলেটিনে বলা হয়েছে, রাজ্যের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় সকালে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে বলে খবর।

Leave a Comment