সহেলি মিত্র, কলকাতাঃ রেড রোডে স্বাধীনতা দিবসের (Red Road Independence Day) কুচকাওয়াজ চলাকালীন বিরাট বড় ঘটনা ঘটে গেল। অসুস্থ হয়ে পড়ল একের পর এক স্কুল পড়ুয়া। রেড রোডে ঢুকে পড়ে একের পর এক অ্যাম্বুলেন্স, যাতে করে পড়ুয়াদের তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, পড়ুয়ারা এখন কেমন আছে, সেটা দেখতে হাসপাতালে সটান হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ বহু পড়ুয়া
সূত্রের খবর, এখনও অবধি ৩৫ জন পড়ুয়ার অসুস্থ হওয়ার খবর মিলেছে। তাঁরা সকলেই আজ রেড রোডের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জগদান করেছিল। তবে অনুষ্ঠান চলাকালীন সকলে আচমকা অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী
আচমকা সকলে কেন এভাবে অসুস্থ হয়ে পড়ল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। চিকিৎসকদের অনুমান, অসুস্থ পড়ুয়াদের সংখ্যা আরও বাড়তে পারে বা কমতে পারে। চিকিৎসকদের আরও অনুমান, আজ সকাল থেকে যে হারে গরম পড়ছিল, আবার পড়ুয়াদের পদযাত্রার আয়োজন করা হয়েছিল। দীর্ঘক্ষণ ধরে পদযাত্রা, আর তাতে করেই সকলে অসুস্থ হয়ে পড়ে। বৃষ্টি হলেও তা মিনিটখানের স্বস্তি দেয়। তারপর যে কে সেই অবস্থা। এসব কারণেই সকলে দুর্বল হয়ে পড়ে। ডিহাইড্রেশন বা সানস্ট্রোকের মতো ঘটনা ঘটে থাকতে পারে।
ইতিমধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের খবর নিতে কলকাতার নগরপাল মনোজ ভর্মা সহ হাসপাতালে এসে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এখন পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল।