সৌভিক মুখার্জী, কলকাতা: খুব শীঘ্রই সুখবর পেতে চলেছে ডুয়ার্সবাসী। এবার উত্তরবঙ্গের ডুয়ার্সের সঙ্গে জুড়ে যাবে দক্ষিণ ভারত (Dooars Bengaluru Rail Route)। আলিপুরদুয়ার থেকে সরাসরি ট্রেনে যাতায়াত করা যাবে বেঙ্গালুরুতে। এমনটাই খবর সূত্রের। যেহেতু ইতিমধ্যেই আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে পিট লাইন তৈরি হয়েছে, তাই এখন সেখানে ট্রেন রক্ষণাবেক্ষণের সুবিধা রয়েছে। আর সেই লক্ষ্য মাথায় রেখেই এবার বড়সড় সিদ্ধান্তের পথে রেল বোর্ড।
ডুয়ার্স থেকে বেঙ্গালুরু সরাসরি ট্রেন
আসলে সম্প্রতি রেল বোর্ডের বৈঠকে এই পরিষেবা চালুর প্রসঙ্গ উঠেছিল। তবে প্রাথমিকভাবে আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে, ডুয়ার্সের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পারে ভারতীয় রেল। এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে বেঙ্গালুরু পর্যন্ত সাপ্তাহিক ট্রেন চালানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ট্রেনটি কবে চলবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: SC, ST, OBC-দের সংরক্ষণ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!
আসলে উত্তরবঙ্গের বেশিরভাগ শহরের মানুষজনকে কর্মসূত্রে বেঙ্গালুরু থেকে শুরু করে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে পাড়ি দিতে হয়। কিন্তু ডুয়ার্সের সঙ্গে সরাসরি কোনও রেল সংযোগ না থাকায় হ্যাপা পোহাতে হত এতদিন। এমনকি পড়াশোনা বা চিকিৎসার জন্যও বিপাকে পড়তে হত আমজনতার। অধিকাংশ ক্ষেত্রে অসম থেকে আসা ট্রেনের উপর নির্ভর করতে হত। তাদের অভিযোগ, আগে থেকে টিকিট কাটার চেষ্টা করলেও সংরক্ষিত আসন মিলত না। ফলে যাত্রীদের পড়তে হত বিপাকে। আর আলিপুরদুয়ারের সঙ্গে যদি বেঙ্গালুরু রেলপথ জুড়ে দেওয়া হয়, তাহলে নতুন আশার আলো দেখবে ডুয়ার্সবাসী তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম
এ বিষয়ে চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে জানিয়েছেন, বেঙ্গালুরু যাওয়ার ট্রেনের চাহিদা সবসময় বেশি। আর বিভিন্ন সময় মানুষ দক্ষিণ ভারতের দিকেই যায়। তবে এই ট্রেনের ব্যবস্থা করলে উত্তরবঙ্গের মানুষজন প্রচুর উপকৃত হবে। পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের চিপ পাবলিক রিলেশন অফিসার কপিঞ্জোলকিশোর শর্মা বলেছেন, এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানালে বলা যাচ্ছে না।