সহেলি মিত্র, কলকাতা: অতি প্রবল বৃষ্টিতে ভাসছে একের পর এক পাহাড়ি এলাকা। বাদ যায়নি ভুস্বর্গ কাশ্মীরও। তবে এবার এই কাশ্মীরে আটকে পড়া পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। এক ধাক্কায় বাতিল করা হল ৬৮টি ট্রেন (Train Cancelled)। লাইনে ফাটল অবধি দেখা দিয়েছে। যে কারণে একের পর এক ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর
অতি ভারী বৃষ্টির কারণে জম্মুতে রেলওয়ে অবকাঠামো এক কথায় ভেঙে পড়েছে। আগামী দিনে রেলওয়েকে এটি মেরামত করতে হিমশিম খেতে হবে বলে আশঙ্কা। যাইহোক, এই কারণেই উত্তর রেলওয়ে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত জম্মু, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা, শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন থেকে চলাচলকারী ৩৪টি ট্রেন (৬৮টি আপ ডাউন মিলিয়ে) বাতিল করার ঘোষণা দিয়েছে।
বহু ট্রেন বাতিল
একই সময়ে, ২৪টি ট্রেন আপ ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি পর্যন্ত আসবে না। যে প্রধান ট্রেনগুলি বাতিল করা হবে তার মধ্যে রয়েছে জম্মু ধানবাদ, জব্বলপুর শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস, জম্মু কাঠগোদাম গরীব রথ, জম্মু সরাই রোহিল্লা দুরন্ত এক্সপ্রেস, অর্চনা এক্সপ্রেস, পূজা এক্সপ্রেস, জম্মু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, স্বরাজ এক্সপ্রেস, সর্বোদয় এক্সপ্রেস, হাপা এক্সপ্রেস, কালিকা শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এক্সপ্রেস, কালিকা শ্রী মাতা বৈষ্ণো দেবী এক্সপ্রেস, হাওম দেবী এক্সপ্রেস।
আরও পড়ুনঃ কলকাতার কাছেই রয়েছে নতুন এক ভূস্বর্গ, পুজোর ছুটিতে ঘুরে আসুন দেওমালি
এছাড়াও শালিমার এক্সপ্রেস, মৌর্য ধ্বজ, বিবেক এক্সপ্রেস, জন্মভূমি এক্সপ্রেস, কোটা শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা সাপ্তাহিক ট্রেন, দুর্গ-শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন এক্সপ্রেস, সারাই রোহিল্লা উধমপুর এসি এক্সপ্রেস, নিউ দিল্লি শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী শক্তি এক্সপ্রেস, নিউ দিল্লি শ্রী মাতা বৈষ্ণো দেবী এক্সপ্রেস দুদিক থেকেই বাতিল হচ্ছে।