প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাইতো এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত ভোটের আবহাওয়া। শাসকদল থেকে শুরু করে বিরোধী দল সকলেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে। এমতাবস্থায় কিছুদিন আগেই তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সেবাশ্রয় প্রসঙ্গে বড় মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি রেশন নিয়ে মমতার বক্তব্যকে টার্গেট করে চরম কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শাহের তোলা অভিযোগগুলির জবাব মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গতকাল কলকাতার সল্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ করেছেন। SIR প্রসঙ্গেও কথা বলেছিলেন তিনি। এরপর আধঘণ্টার মধ্যেই বাঁকুড়ার বড়জোড়ায় সভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিকাংশ সময় জুড়েই অমিত শাহের তোলা অভিযোগগুলির জবাব দেন তৃণমূলনেত্রী। সেখানে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও কথা বলেন। আর তাতেই রেশন নিয়ে কথা বলতে গিয়ে এবার চরম কটাক্ষের মুখে পড়লেন তিনি। ভুল বক্তব্য পেশ করা নিয়ে মমতাকে তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারী।
ভাইরাল পোস্ট
সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে মুখ্যমন্ত্রী রেশন সংক্রান্ত একটি বক্তব্য পেশ করেছিলেন। সেই ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “৫২ কুইন্টাল চাল কিনে মাননীয়া রেশন বন্টন করছেন পশ্চিমবঙ্গে! এক কুইন্টাল = ১০০ কেজি অর্থাৎ রাজ্যের ৯-১০ কোটি মানুষকে ৫২০০ কেজি চাল বিতরণ করছেন!” এখানেই শেষ নয় তিনি আরও বলেন যে, “মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনার জন্য মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। মুখ ফসকে ভুল বলে ফেলা এক ব্যাপার, আর প্রতিনিয়ত মঞ্চে ভুল ভাল বক্তব্য রাখা লোক হাসানো থেকেই বোঝা যায় যে উনি আর চাপ নিতে পারছেন না। তবে ওনাকে চিন্তা করতে হবে না, বাংলার জনগণ শিগগিরই ওনাকে ছুটিতে পাঠাবার আয়োজন করছে।”
আরও পড়ুন: সোনা, রুপোর দামে বড় ধস! খুশির জোয়ার মধ্যবিত্তদের মনে, আজকের রেট
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা নিয়ে শুধু যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খিল্লি করেছেন তা নয় এর পাশাপাশি এদিন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও একইভাবে সমালোচনা করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও ক্লিপ তুলে ধরে ক্যাপশনে লিখেছেন, “মঞ্চে দাঁড়িয়ে অংক, যুক্তি, বাস্তব—সব একসাথে ছুটিতে! মুখ ফসকে ভুল নয়, এটা তো নিত্যদিনের লাইভ কমেডি শো। তবে চিন্তা নেই দিদি, বাংলার মানুষও প্রস্তুতি নিচ্ছে আপনাকে একটা লম্বা ছুটিতে পাঠানোর…আর মাত্র তিন–চার মাস…”