প্রীতি পোদ্দার, কলকাতা: সঞ্চয়ের টাকা চোখের নিমেষে হারিয়ে ফেলেছিলেন হাজার হাজার মানুষ। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। কোটি কোটি টাকার আর্থিক তছরুপের ঝটকা সহ্য করতে না পেরে অনেকেই আত্মঘাতী হয়েছিল। যা নিয়ে এখনও হাইকোর্টে (Calcutta High Court) ঘুরছে সেই মামলা। এমতাবস্থায় বেআইনি অর্থলগ্নি সংস্থা প্রয়াগের আমানতকারীদের টাকা ফেরতে গঠিত এক সদস্যের কমিটির কাজ নিয়ে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।
কাজের গতি নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট
গত প্রায় ১০ বছরে কত কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার কত বিক্রি করা হয়েছে, তা থেকে কোন কোম্পানির কত আমানতকারীকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে তার বিস্তারিত হিসেব ‘অ্যাসেট ডিসপোজ়াল কমিটি’ বা ADC না দিতে পারায় প্রবল ক্ষুব্ধ ছিল হাইকোর্ট। আর এবার বেআইনি অর্থলগ্নি সংস্থা প্রয়াগের টাকা ফেরতে নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করেছিল কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কমিটি এবং ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করার উপযুক্ত পদক্ষেপ করছে না। অর্থাৎ কাজে যে বড় গাফিলতি হচ্ছে সেটা স্পষ্ট।
টাকা ফেরতের অনুমোদন দেওয়া হলেও হচ্ছে গাফিলতি
গতকাল অর্থাৎ মঙ্গলবার হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, দশ বছর ধরে সম্পত্তি ভোগ করে আসছে বেআইনি অর্থলগ্নি সংস্থা প্রয়াগ। ৫০৭টি সম্পত্তির মধ্যে মাত্র একটি বিক্রি করা হয়েছে। কোর্টের আরও পর্যবেক্ষণ, বিগত দশ বছর ধরে কিছুই করেনি এই সংস্থার টাকা ফেরানোর দায়িত্বপ্রাপ্ত এক সদস্যের কমিটি। কোর্টের নির্দেশের পর ১৭৯৫১টি টাকা ফেরতের আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৪৩৫টি আবেদন যাচাই করা হয়েছে এবং ১৬টি আবেদনে টাকা ফেরতের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একজনও টাকা ফেরত পাননি।আর তাতেই ক্ষুব্ধ আদালত। অন্যদিকে এডিসি-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তাই অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করাতে চায় হাই কোর্ট।
আরও পড়ুন: গুজরাটে জেলের মধ্যেই প্রাণঘাতী হামলা ধৃত জঙ্গি ডাক্তারের উপর! বেধড়ক মারধর
ADC-র ওয়েবসাইটের সঙ্গে চিনা ওয়েবসাইটের মিল
কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে এডিসি-র ব্যাঙ্ক অ্যাকাউন্টের অডিট করবে এবং ‘কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’ করতে পারবে কি না, সে ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্ত জানতে চেয়েছিল হাই কোর্ট। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে কেন্দ্রকে। অন্যদিকে এদিন এডিসি-র আইনজীবী কোর্টে জানান যে, তাদের নামের সঙ্গে একটি চিনা ওয়েবসাইটের মিল আছে। সম্প্রতি দফতরে এ ব্যাপারে নোটিস পাঠানো হয়েছে। সিবিআইকেও বিষয়টি জানানো হয়েছে। এই বিষয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগে এই বিষয়ে অনুসন্ধান করুক সিবিআই। তারপরেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিবেচনা করবে কোর্ট।