সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়ছে। আর সেখানে দাঁড়িয়ে সরকারী টেলিকম সংস্থা BSNL এবার এমন এক প্ল্যান (BSNL Recharge Plan) নিয়ে আসলো যা শুনলে চমকাবেন আপনিও। হ্যাঁ, স্বল্প খরচেই 72 দিনের জন্য আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রচুর পরিমাণে ডেটার সুবিধা দিচ্ছে BSNL। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খোঁজেন, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে দারুণ অপশন।
কোন প্ল্যানের কথা বলছি আমরা?
আসলে BSNL সম্প্রতি 485 টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে, যে প্ল্যানটিতে 72 দিন মেয়াদ দেওয়া চ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর পাশাপাশি প্রতিদিন 2GB করে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। সাথে এসটিডি কলিং এর সুবিধাও পাওয়া যাবে এবং কোনও অতিরিক্ত কলিং খরচ পড়বে না। এছাড়া প্রতিদিন 100টি করে বিনামূল্যে এসএমএসের সুবিধা মিলবে।
72 দিন মেয়াদের এই প্ল্যানটি বাজারে উপলব্ধ অন্যান্য প্রিপেইড প্ল্যানের তুলনায় অনেকটাই সাশ্রয়ী তা বলা চলে। এর ফলে ব্যবহারকারীদের আর ঘন ঘন রিচার্জের ঝামেলা পোহাতে হবে না। একবার রিচার্জ করে 72 দিন নিশ্চিন্তে কাটানো যাবে। আর ডেটা শেষ হওয়ার পরেও 40Kbps স্পিড নেমে আসবে, অর্থাৎ ডেটা বন্ধ হবে না।
Recharges made effortless with #BReX !
Find the best #BSNL plan for your usage instantly & intelligently.Now try by recharging your plan Like – (485 Recharge Plan)
Try now: https://t.co/41wNbHpQ5c#BSNL #RechargePlans pic.twitter.com/CQH22aToIE
— BSNL India (@BSNLCorporate) November 23, 2025
আরও পড়ুনঃ ভারতের অংশ হতে পারে সিন্ধ প্রদেশ! রাজনাথ সিংয়ের মন্তব্যে জল্পনা
রয়েছে আরও বেশ কিছু সুবিধা
উল্লেখ্য, এই প্ল্যানের মাধ্যমে BSNL তাদের ব্যবহারকারীদের এক্সক্লুসিভ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম BTV এর অ্যাক্সেস প্রদান করছে। সেখানে গ্রাহকরা সীমিত সময়ের জন্য 350টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাবে। মূলত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি সেরা, যাদের প্রচুর পরিমাণে ডেটা এবং কলিং-এর দরকার পরে। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী বা গৃহিনীদের জন্য এই প্ল্যানটি হতে পারে এক্কেবারে সেরা অপশন। তাই এখনই 485 টাকার প্ল্যানটি রিচার্জ করুন আর 72 দিন উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।