রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং, SMS! মাত্র ১ টাকায় প্ল্যান BSNL-র

BSNL Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: যেখানে দিনের পর দিন বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়াচ্ছে, সেখানে সরকারী টেলিকম সংস্থা বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড মাত্র 1 টাকায় এমন সুবিধা দিচ্ছে যা শুনলে ভিমড়ি খাবেন আপনিও। হ্যাঁ, বিরাট চাহিদার জেরে তারা চালু করেছে 1 টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan), যেখানে ফ্রি সিম থেকে শুরু করে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস সহ ভরপুর সুবিধা মিলছে।

কী কী সুবিধা পাওয়া যাচ্ছে 1 টাকার পেল প্ল্যানে?

সম্প্রতি এক্স হ্যান্ডলে বিএসএনএল ইন্ডিয়ার তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, এই 1 টাকার রিচার্জ প্ল্যানটিতে সম্পূর্ণ ফ্রিতে একটি বিএসএনএল সিম পাওয়া যাবে। অর্থাৎ, যারা বিএসএনএল গ্রাহক নন, তারা খুব সহজে এই অফার লুফে নিতে পারবে মাত্র 1 টাকার বিনিময়ে। আর সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানের ভ্যালিডিটি হবে 30 দিন। আর এতে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন 2GB ডেটা মিলবে। অর্থাৎ 30 দিনে মোট 60GB ডেটা উপভোগ করা যাবে। পাশাপাশি প্রতিদিন 100টি করে এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে।

কাদের জন্য এই অফার?

তবে বলে রাখি, এই অফার শুধুমাত্র যারা নতুন বিএসএনএল-এর সিম নেবেন, তাদের জন্যই। পুরনো বিএসএনএল গ্রাহকরা এই 1 টাকার অফার উপভোগ করতে পারবে না। আর দেশের সমস্ত টেলিকম সার্কেলেই কার্যকর হচ্ছে এই ধামাকাদার অফার। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, বিএসএনএল-এর এই 1 টাকার প্ল্যানটির বৈধতা আগামী 1 জানুয়ারি পর্যন্ত। আগে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দেওয়া হয়েছিল। কিন্তু চাহিদার জেরে তা আবারও এক মাস বাড়ানো হয়েছে সরকারি এই টেলিকম সংস্থার তরফ থেকে। তাই যারা এখনও পর্যন্ত বিএসএনএল সিম নেননি, তারা 1 টাকার বিনিময়ে নতুন সিম কিনে নিন এবং উপভোগ করুন ভরপুর সব সুবিধা।

আরও পড়ুন: ৫০% অংশীদারিত্ব রয়েছে ভারতের! এই দেশে মিলল কাঁচা তেলের বিরাট ভান্ডারের হদিশ

রয়েছে স্পেশাল প্ল্যানের সুবিধাও

তবে হ্যাঁ, বিএসএনএল ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ লার্নারস প্ল্যান চালু করে রেখেছে, যে প্ল্যানটির দাম মাত্র 251 টাকা। আর এই প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে আনলিমিটেড কলিং থেকে শুরু করে 100GB ডেটার সুবিধা উপভোগ করা যাবে। অর্থাৎ, প্রতিদিন 3GB এর বেশি ডেটা উপভোগ করতে পারবে গ্রাহকরা। পাশাপাশি 100টি এসএমএস-র সুবিধাও মিলবে।

Leave a Comment