রোহিতের সাথে ওপেনিংয়ে ইনি! প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ODI-তে কেমন হবে ভারতের একাদশ?

India Vs South Africa ODI India’s possible playing 11 against South Africa

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যথারীতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের (India Vs South Africa ODI) দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। সেই ফাঁকেই একদিনের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হয়েছেন কে এল রাহুল। তাঁর নেতৃত্বেই আগামী 30 নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেই আসরেই ফের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটের জাদু দেখার সুযোগ হবে ভক্তদের। তবে প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে কোন একাদশ নিয়ে নামবে টিম ইন্ডিয়া?

ভারতের ওপেনিং জুটি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে, ভারতের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল রোহিত শর্মা এবং শুভমন গিলকে। তবে এই মুহূর্তে চোটের কারণে দলে নেই শুভমন। মূলত সে কারণেই ফের রোহিতের সাথে জুটি বাঁধতে পারেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাগ্য বদলাতে খুব সম্ভবত এই তরুণ ওপেনারের সাথেই ফের পা মেলাতে পারেন শর্মা। যদিও অনেকে মনে করছিলেন, কে এল রাহুল এবং জয়সওয়ালকে ওপেনিং করার দায়িত্ব দেওয়া হতে পারে। তবে সাম্প্রতিক সূত্র সে কথা বলছে না।

মিডল অর্ডারে কারা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে বিরাট কোহলিকেই। এছাড়া চতুর্থ এবং পঞ্চম পজিশনে খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর এবং কেএল রাহুল। ষষ্ঠ পজিশনে দেখা মিলতে পারে ঋষভ পন্থের। পাশাপাশি 8 নম্বর পজিশনে ব্যাট করতে আসতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বোলিং বিভাগ

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের দলে বোলার হিসেবে জায়গা পেয়েছেন, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং। এছাড়া ওয়াশিংটন সুন্দর, নিতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার তো রয়েছেনই। তবে প্রথম ওয়ানডে ম্যাচে অলরাউন্ডারদের পাশাপাশি বোলার হিসেবে ভারতের একাদশে জায়গা পেতে পারেন হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা। বলা বাহুল্য, আগামী 30 নভেম্বর থেকে শুরু হয় 6 ডিসেম্বর পর্যন্ত চলবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার 3 ওয়ানডে সিরিজ।

অবশ্যই পড়ুন: বাবার পর হাসপাতালে ভর্তি হবু স্বামী পলাশ! নিমেষে স্মৃতির জীবনে নেমে এল বিষাদ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডের সম্ভাব্য ভারতীয় একাদশ

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

Leave a Comment