বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই অস্তাচলে যাবে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট! ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হবেন শ্রেয়স আইয়ার। বিগত বেশ কয়েকদিন ধরেই একাধিক সংবাদমাধ্যমে গা ভাসিয়েছিল এমন খবর। সে খবরের তীব্রতা ছিল এতটাই যে, শেষ পর্যন্ত এবার সেই জল্পনা নিয়ে মুখ খুলতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বয়ং বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিয়েছেন, শ্রেয়স আইয়ারকে নিয়ে এমন কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড, হয়নি আলোচনাও।
আইয়ারকে কি অধিনায়ক হিসেবে দেখছে BCCI?
বিগত দিনগুলিতে রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা অনেকটাই বেড়েছে। অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়ার সফর শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শর্মা। আর তারপরই ওয়ানডে দলের অধিনায়কের আসনটা খালি পাবেন আইয়ার।
যদিও, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন তা ঠিক করে নির্বাচন কমিটি। তবে বোর্ডের তরফে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত নির্বাচকরাও দলের অধিনায়ক বা সহ অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। কাজেই আইয়ারকে নিয়ে জল্পনা বাড়লেও বোর্ডের সিদ্ধান্ত ছাড়া নির্বাচকরা তাঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
কিন্তু শ্রেয়সকে নিয়ে ঠিক কী ভাবছে বোর্ড? তাঁকে কি অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ স্পষ্ট জানিয়ে দেন, এখনও পর্যন্ত এই খবর আমার কাছে ছিল না। এই প্রথম শুনলাম। বোর্ডের অন্দরে এই সংক্রান্ত কোনও আলোচনা এখনও পর্যন্ত হয়নি।
View on Threads
অবশ্যই পড়ুন: হঠাৎ ফোনের ডায়াল প্যাডের ভোল বদল, কারণ কী? জানুন কী করবেন আর কী করবেন না
রোহিত অবসর নিলে ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন?
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন আগেই। এখন বাকি শুধু ওয়ানডে ফরম্যাট। আসন্ন অস্ট্রেলিয়া সফর শেষ করে হয়তো সসম্মানে সেই সংস্করণ থেকেও অবসর নিয়ে নিতে পারেন ভারতীয় মহা তারকা রোহিত শর্মা, আপাতত এমনটাই মনে করছেন সমর্থক থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের একাংশ।
সে ক্ষেত্রে রোহিত অবসর নিয়ে নিলে প্রশ্ন থেকে যায় ভারতের ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন? সাধারণত রিপোর্ট যা বলছে, এই মুহূর্তে ফর্ম এবং যোগ্যতার দিক থেকে রোহিতের উত্তরসূরী হিসেবে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে মাত্র দুটো নাম। একজন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র শুভমন গিল এবং অন্যজন এশিয়া কাপে জায়গা না হওয়া শ্রেয়স আইয়ার।
তবে রোহিত অবসর নিলে কিংবা অধিনায়কের আসন থেকে সরে দাঁড়ালে এদের মধ্যে কে অধিনায়ক হবেন তা ঠিক করবে বোর্ড এবং নির্বাচন কমিটি। যদিও এখন থেকেই অনেকে মনে করছেন, গম্ভীরের প্রিয় পাত্র হওয়ার দরুণ তাঁর আমলে ওয়ানডে দলের সেনাপতির পদটা পেয়ে যাবেন গিলই।