বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটে কেন তিনি মহাতারকা বারবার ব্যাট হতে প্রমাণ করেছেন রোহিত শর্মা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দাপট দেখানোর পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতেও ব্যাটে আগুন ধরিয়েছিলেন হিটম্যান। এবার তাঁকেই ভারতের অধিনায়ক সম্মোধন করলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ (Jay Shah On Rohit Sharma)। ICC চেয়ারম্যানের চোখে, তিনিই ভারতীয় দলের অধিনায়ক।
একদিনের অধিনায়কত্ব হারিয়েছিলেন রোহিত
রোহিতের অধিনায়কত্বেই গত 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে জগতসভায় শ্রেষ্ঠ আসন পেয়েছিল ভারত। এরপর গতবছর চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতকে সাফল্য পাইয়ে দিয়েছিলেন বিরাট কোহলির বন্ধু। সহজে বলতে গেলে, একটানা দুটি ICC ট্রফি জয়ে ভারতের মুখ্য কারিগর রোহিত শর্মা। সেই রোহিত শর্মাকেই গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের আগে একদিনের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দেশের নতুন ওয়ানডে অধিনায়ক হন শুভমন গিল। তবে নেতার আসন হারালেও ওয়ানডে দলে নিয়মিত রোহিত শর্মা। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান খোদ জয় শাহ রোহিতকে অধিনায়ক হিসেবেই দেখছেন!
অবশ্যই পড়ুন: তদন্তে বাধা মমতার, এবার ED-কে বড় নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
জয়ের চোখে রোহিতই অধিনায়ক!
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। এই মুহূর্তে ওয়ানডে দলেই দেখা যায় রোহিত শর্মাকে। হিটম্যান জাতীয় দলের অধিনায়ক না হয়েও যেন অধিনায়ক হয়ে রইলেন। সম্প্রতি ক্রিকেটের এক ইভেন্টে যোগ দিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক বলেই সম্বোধন করলেন ICC প্রধান জয়। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জয়ের কথা শুনে মুখে চওড়া হাসি ফুটল হিটম্যানের। পাশে বসে হাসতে দেখা গেল শাহরুখ খান থেকে শুরু করে হরমনপ্রীতদের। সবচেয়ে বড় কথা, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও
Jay Shah
: “our captain Rohit Sharma is sitting here. I am still calling you captain because under you, we won two ICC trophies”.
Jay Shah is grateful to Rohit Sharma for ending the drought of ICC trophies for India
pic.twitter.com/7xjVZdjkwQ
— Kusha Sharma (@Kushacritic) January 8, 2026
অবশ্যই পড়ুন: ট্রাকের সাথে বিরাট সংঘর্ষ! গাড়ি দুর্ঘটনায় মৃত বচ্চন কন্যা সহ ৩
এদিন নীতা আম্বানির সাথে মঞ্চ ভাগ করে নিয়ে রোহিতের উদ্দেশ্যে জয় বললেন, “আমাদের অধিনায়ক এখানে বসে আছেন। আমি তো অধিনায়কই বলব কারণ আপনি দুটো ট্রফি জিতে এসেছেন এই জন্য। 2023 এ একটানা দশবার জয়ের পর আমরা হৃদয় জিতেছিলাম তবে ট্রফি জিততে পারিনি। পরে 2024 এর ফেব্রুয়ারিতে আমি বলেছিলাম, এবার আমরা হৃদয়ও জিতব, কাপও জিতব…” জয়ের বক্তব্য শুনে হাততালিতে গমগম করে ওঠে চারপাশ। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পরই নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
: “our captain Rohit Sharma is sitting here. I am still calling you captain because under you, we won two ICC trophies”.
