বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন ভারতের জনপ্রিয় এবং অনামি ক্রিকেটাররা। সেই আসরেই 18 বছরের এক তরুণ ক্রিকেটারের হাতে ভাঙা পড়ল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহাতারকা রোহিত শর্মার এক বিশ্বরেকর্ড (Rohit Sharma Record Break)। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের উদীয়মান তারকা আয়ুষ মাত্রের হাত ধরেই গুঁড়িয়ে গিয়েছে হিটম্যানের এক লম্বা রেকর্ড।
রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন আয়ুষ
সৈয়দ মুস্তাক আলি ট্রফির 2025-26 মরসুমে গতকাল অর্থাৎ শুক্রবার বিদর্ভ বনাম মুম্বইয়ের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 193 রানের বড় লক্ষ্য ছুঁড়েছিল তারকাখচিত মুম্বইয়ের প্রতিপক্ষ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে জ্বলে উঠেছিলেন মুম্বইয়ের ওপেনার 18 বছরের আয়ুষ। এদিন তাঁর হাত ধরেই জয়ের মুখ খুলেছিল মুম্বই।
না বললেই নয়, গতকাল প্রতিপক্ষের 192 রানের জবাবে ব্যাট হাতে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন আয়ুষ। তাঁর ব্যাট থেকে এদিন মাত্র 53 বলে 110 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছিল মুম্বই। এদিন 8টি চার এবং সমসংখক ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। আর সেই সূত্রেই তিনি ভেঙে ফেলেন রোহিত শর্মার বিশ্বরেকর্ড।
বলে রাখি, গতকালের সেঞ্চুরিটি ছিল তরুণ আয়ুষের 20 ওভারের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। এর আগে তিনি লিস্ট এ ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটের সেঞ্চুরি করেছিলেন। সবমিলিয়ে, ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটেই শতরান হাঁকিয়েছেন ধোনির দলের এই প্লেয়ার। এক কথায়, মাত্র 18 বছর 135 দিন বয়স নিয়েই এই কীর্তি গড়েছেন তিনি। তাতে ভেঙে গিয়েছে রোহিতের বড় রেকর্ড।
বলাই বাহুল্য, এর আগে 19 বছর 339 দিন বয়স নিয়ে তিন ফরম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড ছিল রোহিত শর্মার নামে। এছাড়াও কম বয়সে তিন সংস্করণে সেঞ্চুরি করা প্লেয়ারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার উন্মুক্ত চাঁদ। 20 বছর বয়সে এই কীর্তি করেছিলেন তিনি।
অবশ্যই পড়ুন: এই দুই শর্ত মানলে তবেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন রোহিত, বিরাট!
উল্লেখ্য, ভারতের তরুণ ক্রিকেটার মাত্রে এখনও পর্যন্ত তাঁর ছোট্ট ক্রিকেট কেরিয়ারে 13টি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ, 7টি লিস্ট এ এবং 9টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। যেখানে তাঁর সেঞ্চুরি রয়েছে মোট 5টি। বলে রাখি, প্রথম শ্রেণীর ক্রিকেটে 660 রান করেছেন আয়ুষ। এছাড়াও লিস্ট এ তে 458 রান এবং টি-টোয়েন্টিতে 368 রান রয়েছে এই ভারতীয় তরুণ ক্রিকেটারের নামে। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে মোট 7 ম্যাচ খেলে 240 রান করেছেন দেশের এই উদীয়মান তারা।