লক্ষ্মীবারেও বাংলায় দুর্যোগ, ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সক্রিয় মৌসুমী বায়ু। তাইতো সকাল থেকেই হয়ে চলেছে বৃষ্টি। কখনো ভারী বৃষ্টি তো কখনো ঝিরঝিরি বৃষ্টি। তবে এখনই এর দাপট শেষ নয়। আগামী বেশ কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে কলকাতায় সপ্তাহজুড়ে আকাশ মেঘলা থাকবে। বজ্রপাত হতে পারে কোথাও কোথাও। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি হয়নি।

হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে উত্তরপূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ। এর জেরেই আপাতত বৃষ্টি থেকে মিলবে না কোনও স্বস্তি। তার উপর দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের অবস্থা কার্যত বেহাল। রীতিমতো ক্ষোভে ফুঁসছে পাহাড়ি নদীগুলিসহ তিস্তা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাড়ি থেকে হালকা বৃষ্টির কারণে তাই দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: অঘোরে ঘুমাচ্ছে চিকিৎসক! বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ল রোগী, ভাইরাল ভিডিও

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এমনকি মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, আগামী সোমবার পর্যন্ত এমনই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।

Leave a Comment