লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি, পরিযায়ীদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প নবান্নর! মাসে মিলবে ৫০০০ টাকা

Mamata Banerjee

প্রীতি পোদ্দার,কলকাতা: বছর ঘুরতেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর ৮ মাস। তাই এই ৮ মাসকে কাজে লাগাতে রীতিমত উঠেপড়ে লেগেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদল। এমতাবস্থায় আজ অর্থাৎ সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প (Shramashree scheme) চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া পদক্ষেপ

রিপোর্ট অনুযায়ী, পূর্ব পরিকল্পনা অনুসারে আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেছিলেন। আর সেই বৈঠকে এবার পরিযায়ী শ্রমিকদের জন্য নেওয়া হল বিশেষ বড় উদ্যোগ। বিগত কয়েক মাস ধরেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারে নানা ধরনের ঘটনা খবরের পাতায় উঠে আসছে। যা নিয়ে বেশ সোচ্চার হয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেস। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাংলায় যেন পরিযায়ী শ্রমিকরা ফিরে আসে, সেক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। আর এবার সেই প্রতিশ্রুতি বজায় রাখলেন মমতা। তাদের জন্য নিয়ে আসলেন নয়া প্রকল্প ‘ শ্রমশ্রী’।

কী কী সুবিধা মিলবে নয়া প্রকল্পে?

আজ নবান্নে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন সেখানেই পরিযায়ী শ্রমিকদের এই নয়া প্রকল্পের প্রস্তাবনা পেশ করা হয়েছিল। এরপর দীর্ঘক্ষণ সেই প্রকল্প নিয়ে আলাপ আলোচনার পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে। অনেকেই কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান। তাই তাঁদের স্বার্থেই ‘শ্রমশ্রী’ চালু করতে চলেছে রাজ্য সরকার। যা অনেকটা উৎসাহ ভাতার মত। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। মিলবে স্বাস্থ্যসাথী কার্ডও।

দেওয়া হবে আবাস যোজনার অনুদান

‘শ্রমশ্রী’ প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছেন অজস্র সুবিধা। তাঁদের উন্নয়নের জন্য পাকা বাড়ির জন্য আবাস যোজনায় অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাঁদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে এই শ্রমশ্রী প্রকল্পের ক্ষেত্রে কারা এর সুবিধা লাভ করতে পারবে। সেই প্রসঙ্গে মমতা জানিয়েছেন প্রাথমিকভাবে বাংলায় ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক যেহেতু ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যা সবটাই থাকবে রাজ্যের মুখ্যসচিবের নজরদারিতে ।

আরও পড়ুন: ওয়েবসাইটে স্পষ্ট লেখা ‘অযোগ্য’! SSC-র অ্যাডমিট ডাউনলোড করতে পারলেন না শতাধিক আবেদনকারী

বিরোধীদের কটাক্ষ

এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য নেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া উদ্যোগকে বাঁকা চোখে দেখছে বিরোধীরা। বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলেন, “এও একটা স্ক্যাম হতে চলেছে রাজ্য। প্রথম কথা হল, ২২ লক্ষ লোক বাংলায় ফিরে করবে কী, কাজের সুযোগই তো তৈরি করতে পারেনি বর্তমান সরকার। দেখা যাবে, এই টাকা ভূতে লুটে খাচ্ছে। ঠিক যেমন ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ডে টাকা লুঠ হয়েছে”। চুপ থাকেনি কংগ্রেস। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “সবই ভোট কেনার কৌশল। যাতে তথাকথিত ওই ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক টাকার জন্য অন্তত ভোটের দিন এসে ভোটটা দিয়ে যান তারই ব্যবস্থা করছে শাসকদল।”

1 thought on “লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি, পরিযায়ীদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প নবান্নর! মাসে মিলবে ৫০০০ টাকা”

Leave a Comment