লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রতি মাসে টাকা, এবার মিলবে আরও বেশি! ঘোষণা রাজ্য সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আগেই দারুণ সুখবর মহিলাদের জন্য। আসন্ন নির্বাচনে মহিলা ভোটকে পাখির চোখ করতে এবার সরকার মধ্যপ্রদেশের মহিলাদের জন্য ‘লাডলি বহেন যোজনা’ নিয়ে এক বড় ধামাকা নিয়ে আসতে চলেছে। বহু টালবাহানার পর অবশেষে অনুদান বৃদ্ধির পথে হাঁটতে চলেছে সরকার। সম্প্রতি সেই নিয়ে বড় ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

প্রকল্পের অনুদান বৃদ্ধি মুখ্যমন্ত্রীর

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১০ জুন মধ্যপ্রদেশে মহিলাদের জন্য চালু করা হয় ‘লাডলি বহেন যোজনা’। এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তখন মহিলারা প্রতি মাসে পেতেন ১,০০০ টাকা। আসলে এই প্রকল্প বাংলার লক্ষ্মীর ভান্ডারের অনুকূলে তৈরি করা হয়েছে।

পরে সেই প্রকল্পের অনুদান বৃদ্ধি করে ১,২৫০ টাকা করা হয়। বলা হয়ে থাকে যে এই প্রকল্পের জোরে বিজেপি নেতৃত্ব মহিলা ভোটারকে আকৃষ্ট করতে পেরেছে এবং জিততে পেরেছে। আর এই আবহে ফের বাড়তে চলেছে অনুদান।

কত টাকা বাড়তে চলেছে ?

প্রাপ্ত সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার মধ্যপ্রদেশের সরাইয়ে মহিলাদের উন্নয়নের জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার মাঝেই এদিন তিনি ‘লাডলি বহেন যোজনা’-র প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি জানান, “ চলতি বছর দীপাবলির পর থেকেই এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ১,২৫০ টাকা অনুদান পাওয়ার পরিবর্তে ১,৫০০ টাকা করে পাবেন। এর ফলে প্রতি মাসে এক কোটি ২৭ লক্ষ মহিলা সুবিধা গ্রহণ করবেন।”

আরও পড়ুন: গরমের ছুটির পর ফের একটানা হলিডে? বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস

এছাড়াও এদিন জনসভায় মুখ্যমন্ত্রী মোহন যাদব আরও বলেন যে, “রাজ্যে মহিলাদের উন্নয়নের জন্য ২৭ হাজার ১৪৭ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ করেছে রাজ্য সরকার। যার মধ্যে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে এই ‘লাডলি বহেনা যোজনা’-য়।

এছাড়াও বিভিন্ন সমীক্ষা মারফত জানা গিয়েছে ‘লাডলি লক্ষ্মী যোজনা’-র অধীনে প্রায় ৫১ লক্ষ কিশোরী অনেক সুবিধা পেয়েছে।” প্রসঙ্গত, বাংলায় ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করার জন্য ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার।

Leave a Comment