প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে পূর্ব-বর্ধমান জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে তাঁর প্রশাসনিক জনসভা শুরু হয়। আরও এই সভা শুরু হতেই সরকারের চালু করা একাধিক প্রকল্প নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের ঈর্ষার!
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিল রাজ্যের শাসকদল। প্রতিশ্রুতি মেনে চালুও হয়েছে এই প্রকল্প। তাতেই জয়জয়কার হয়েছিল শাসকদলের। পরবর্তীকালে লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারণ হয়ে উঠেছিল নারী ক্ষমতায়নের এই প্রকল্প। আর তাই নিয়ে বিরোধী মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এদিকে বিজেপিই আবার প্রতিশ্রুতি দিচ্ছে তাঁরাও ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা যোজনা’য় ৩ হাজার টাকা দেবেন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক বিরাট ঘোষণা করলেন।
আরও ৭২ হাজারকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার!
আনন্দবাজারের রিপোর্ট সূত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার বর্ধমান জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে সেখানেই তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস উদ্বোধন নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়। এখন ২ কোটির উপরে মহিলা এই প্রকল্পের সুবিধা পান। শুরুতে মাসে ৫০০ টাকা করে পেলেও, এখন মাসে ১ হাজার টাকা করে পান তাঁরা। অন্য দিকে তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১২০০ টাকা করে। আর এই আবহে স্বয়ং দলনেত্রী এদিন সভা থেকে ঘোষণা করে জানালেন আরও ৭২ হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।
দুর্গাপুরে কমিউনিটি সেন্টার নিয়ে বড় আশ্বাস মমতার
বর্ধমানের প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়। তিনি বলেন, “১৫ টি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে। বর্ধমানের বিভিন্ন জায়গায় ৪৯ টি বাসস্ট্যান্ড তৈরি হয়েছে। শিল্প সেতুও তৈরি হচ্ছে ৩৪৭ কোটি ১১ লক্ষ টাকায়। রানিগঞ্জ, আসানসোলে পৌরনিগমের প্রশাসনিক ভবন নির্মাণ। কাঁকসা, সালানপুরে রাস্তা নির্মাণের জন্য প্রায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও দুর্গাপুরে কমিউনিটি সেন্টার তৈরি করার পাশাপাশি বহু রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য প্রকল্পের কাজে শিলান্যাস হয়েছে।”
আরও পড়ুন: বাসে হিন্দিতে ‘জয় শ্রী রাম’ লেখা ঢাকা হল সাদা কাগজে! চরম বিতর্ক দুর্গাপুরে
দ্রুত বাড়ি তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। অতিবৃষ্টিতে অনেক মানুষের ঘর ভেঙে পড়েছে, তাঁদের দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য শীঘ্রই নতুন ঘর তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনিক সভা থেকে নির্দেশ দিলেন তিনি। জেলাশাসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “বর্ষায় যাদের বাড়ি ভেঙে পড়ছে, DM-দের বলব, তার লিস্ট সিএসদের পাঠিয়ে দিতে। আমরা দ্রুত তাদের বাড়ি তৈরি করে দেব। বাংলা আবাস যোজনা নয়, এটা আমরা আলাদা করে করব।”
এছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে ২০২৫ সালের নবম শ্রেণির পড়ুয়াদের জন্য সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি ২৮ হাজার পাট্টার নতুন স্লিপ বিতরণ করা থেকে শুরু করে আরও ২৪ হাজার পাট্টা দ্রুত বিতরণের ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।