“লক্ষ্মীর ভান্ডার নিয়ে TMC-কে ভোট দিতে গেলে…” বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

Lakshmir Bhandar

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস তারপরে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই ভোট প্রচারে প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। একে অপরকে টেক্কা দিতে বছরের শুরু থেকেই শুরু করে দিয়েছে প্রস্তুতি।। এমতাবস্থায় নির্বাচনের আগে এক বিতর্কিত মন্তব্যের জেরে জনতার কাঠগড়ায় উঠলেন এক বিজেপি নেতা। লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে করলেন কুমন্তব্য।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুমন্তব্য বিজেপি নেতার

গতকাল অর্থাৎ শনিবার, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুন্ডু মাঠে গেরুয়া শিবির ‘বিজেপির সংকল্প জনসভা’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সভায় প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার কিন্তু এদিন মঞ্চে বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। তিনি জনসমক্ষে বলে বসেন, “এখনও লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক মা আছেন, যাঁরা তৃণমূলে ভোট দেবেন, সেই সব পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুল, জোড়াফুলে নয়।”

আরও পড়ুন: আগামী ৬ মাসে আরও ৮টি, ২০২৬-এ কটি বন্দে ভারত স্লিপার চলবে? জানাল রেল

তৃণমূলকে চোর বলে কটাক্ষ বিজেপি নেতার

বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত জনসভায় আরও বলেন যে, “তৃণমূল মানে চোর সারা রাজ্যের মানুষ জেনে গেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, যাঁরা আমাদের কর্মীরা আছেন। তাঁরা তৃণমূলের চোখে চোখ রেখে দাসপুর বিধানসভায় জয়লাভ করবে। প্রার্থী আমাদের পদ্মফুল। ২৯৪টা বিধানসভা সিটে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা শুধু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন।” এই ভিডিও ভাইরাল হতেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ওই নেতার বিরুদ্ধেও গর্জে উঠেছেন।

আরও পড়ুন: নাকে অক্সিজেন নল গুঁজে SIR শুনানিতে ৬৮ বছরের বৃদ্ধ! ফেরা হল না বাড়ি, মৃত্যু হাসপাতালে

বিজেপি নেতার এই কার্যকলাপ নিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে যে “এটাই বিজেপির আসল নারী বিদ্বেষী রূপ। যাঁরা মুখে নারী শক্তির কথা বলে, তারাই মহিলাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়।” উল্লেখ্য, নির্বাচনে জেতার জন্য মহিলা ভোট যে খুব বড় প্রভাব ফেলে তা সত্যিই। সেই কারণে লোকসভা নির্বাচনে জেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘লক্ষ্মীর ভান্ডার’। তবে মহিলা ভোট হাতে পেতে বিজেপিও লক্ষ্মীর ভান্ডারকে অনুসরণ করেছে। কিন্তু বিজেপিও করেছে। যার মধ্যে অন্যতম হল মহারাষ্ট্রে ‘লাডলি বহেনা’ প্রকল্প।

Leave a Comment