বিক্রম ব্যানার্জী, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়ে ভারতের প্রাচীন সভ্যতাগত জ্ঞান সংরক্ষণ, শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত নলেজ গ্রাফের জন্য 100 কোটির টাকার আর্থিক সাহায্যের ঘোষণা দিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani On Indology)। শুক্রবার, আদানি কর্পোরেট হাউসে শিক্ষা মন্ত্রকের ভারতীয় নলেজ সিস্টেম বিভাগের সহযোগিতায় আদানি গ্রুপের তরফে আয়োজিত ইন্ডোলজি কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই এই বিশেষ ঘোষণা দিলেন ভারতীয় শিল্পপতি। আদানির এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
সভ্যতার ঋণ পরিশোধ করলেন আদানি!
আদিত্য গ্রুপ, শিক্ষা মন্ত্রণালয়ের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সহযোগিতায়, ভারতের সভ্যতা, ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বব্যাপী অ্যাকাডেমিক অধ্যায়ন ইন্দোলজি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ভারতের প্রথম সারির সংস্থা আদানি গ্রুপের তরফে আয়োজিত তিন দিনের ইন্দোলজি কনক্লেভ ইভেন্টে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। সেখানেই বক্তৃতা রাখার সময় ভারতের নলেজ গ্রাফকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 100 কোটি টাকার আর্থিক সাহায্যকে সভ্যতার ঋণ পরিশোধ হিসেবেই বর্ণনা করেন গৌতম।
ভারতীয় শিল্পপতি বলেন, “সাংস্কৃতিক কাঠামোর সক্রিয় প্রতিরক্ষা ছাড়া, মানুষের আচরণ, মেশিনের অ্যালগরিদম এর শীতল যুক্তি দিয়ে পুনরায় আগের অবস্থানে নিয়ে যাওয়া কঠিন।” আসলে আদানি এমন সময়ে ভারতের ভবিষ্যৎ প্রমাণের উপর জোর দিয়েছেন যেখানে বিশ্বব্যাপী ইন্দোলজি ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। গৌতম আদানিকে বলতে শোনা যায়, “শুরু হিসেবেই, আমি ইন্ডিয়া নলেজ গ্রাফ গড়ে তোলার জন্য 100 কোটি টাকার অবদান ঘোষণা করতে এবং এই ইন্দোলজি মিশনে অবদান রাখতে পারে আমি বিনীত এবং আনন্দিত। এটি সভ্যতার ঋণ পরিশোধের মতোই।”
এদিন আদানি যোগ করেন, “যদি কোনও সভ্যতা সক্রিয়ভাবে তার সংস্কৃতি এবং মানসিক কাঠামো রক্ষা না করে, তবে মানুষের আচরণ বাঁকা ভাবে সংস্কৃতি ঐতিহ্যের দিকে নয় বরং মেশিনের অ্যালগরিদমের ঠান্ডা যুক্তির দিকে বয়ে যাবে। এই পরিবর্তনটি আমি ধীরে ধীরে ও নীরবতার সাথে অনুভব করি, শিখি। আমি মনে করি এই পরিবর্তন আমাদের দেশে নতুন মাত্রা যোগ করবে। ভারত নলেজ গ্রাফ একটি কাঠামোগত, অন্তবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যা ভাষাতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, গণিত, সাহিত্য, শাসন, স্বাস্থ্য সেবা এবং বিজ্ঞান ও মাল্টিমোডাল সংরক্ষণাগারের মতো আধুনিক সরঞ্জাম গুলির সাথে স্থায়িত্বের ক্ষেত্রে ভারতের ঐতিহ্যবাহী প্রজ্ঞাকে এগিয়ে নিয়ে যাবে।
অবশ্যই পড়ুন: KKR এর টার্গেটে এই ৩ উইকেটকিপার! তালিকায় বড় নাম
প্রসঙ্গত, বড় ঘোষণার পাশাপাশি আদানি গ্রুপ এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমগুলি আইআইটি, আইআইএম এবং শীর্ষস্থানীয় পণ্ডিতদের সাথে সম্পর্কিত একটি জাতীয় পরামর্শের মাধ্যমে নির্বাচিত 14 পিএইচডি পন্ডিতদের তহবিল দেওয়ার জন্য 5 বছরের একটি প্রোগ্রাম চালু করেছে। পন্ডিতরা ব্যাকরণ, গণনামূলক ভাষাবিজ্ঞান, প্রাচীন জ্যোতির্বিদ্যা ব্যবস্থা, আদিবাসী স্বাস্থ্যসেবা, ঐতিহ্যবাহী প্রকৌশল নীতি, রাজনৈতিক চিন্তা, ঐতিহ্যের অধ্যায়ন এবং শাস্ত্রীয় সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিচালনা করবেন। বলাই বাহুল্য, আদানির এই 100 কোটির প্রাথমিক দান ভারত নলেজ গ্রাফ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় স্কলারদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহৃত হবে।
Watch: Adani Group Chairman Gautam Adani says, “I am humbled to announce a founding contribution of Rs. 100 crores towards building the Bharat Knowledge Graph and supporting the scholars and technologists who will contribute to this Indology mission. This is the repayment of our… pic.twitter.com/6ajwfXzMZr
— IANS (@ians_india) November 21, 2025