লঙ্কা চাষ করেই দিনে ৫০০০ টাকা আয়, বিরল কীর্তি এই কৃষকের! আপনিও জেনে নিন উপায়

Chilli Farming

সৌভিক মুখার্জী, কলকাতা: ধান-গম চাষের বাইরে গিয়েও ভাগ্যের চাকা ঘোরাচ্ছে কৃষকরা। আর  তার জলজ্যান্ত উদাহরণ ছাপরা জেলার কৃষক বাগেন্দ্র কুশওয়াহা। কারণ নিজস্ব কায়দায় মিশ্র চাষ আর প্রাকৃতিক সার ব্যবহার করেই তিনি এমন এক সবুজ লঙ্কার জাত (Chili Farming) তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন কয়েক হাজার টাকা আয় হচ্ছে! ভাবছেন কীভাবে? জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

দিনেই 3 থেকে 5 হাজার টাকা লাভ?

নিউজ 18 -এর রিপোর্ট অনুযায়ী, বাগেন্দ্র কুশওয়াহার ক্ষেতে লাগানো হয়েছে একটি হাইব্রিড সবুজ লঙ্কার জাত। হ্যাঁ, এই জাতের নাম GNR 305। আর এই লঙ্কার বিশেষত্ব হল, প্রতিদিনই গাছ থেকে ফল তোলা যায় এবং বাজারে বিক্রি করা যায়। তাঁর হিসাব অনুযায়ী, এক একর জমি থেকেই প্রতিদিন প্রায় 3000 থেকে 5000 টাকা পর্যন্ত রোজগার করা যাচ্ছে।

এদিকে প্রশিক্ষিত কৃষক বাগেন্দ্র কুশওয়াহা শুধুমাত্র জৈব সারই ব্যবহার করছেন। হ্যাঁ, নিজেই তৈরি করছেন গোবর সার, জীবাণু সারসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান। ফলে মাটি একদিকে যেমন উর্বর থাকছে, তেমনই ফসল বিষমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে উৎপাদিত হচ্ছে। কৃষি বিশ্লেষকরা মনে করছে, এই পদ্ধতিতে ফসল দীর্ঘদিন ফলন দেবে এবং খরচ অনেকটাই কম হবে।

এদিকে শীতলপুর গ্রামে তিনি ঢেঁড়স এবং সবুজ লঙ্কা একসঙ্গে চাষ করা শুরু করেছেন। হ্যাঁ, বর্তমানে ঢেড়সের ফলন শুরু হয়েছে, আর লঙ্কার ফলন নিয়ে তো কোনো কথা হবে না। কারণ লঙ্কা চাষ করেই তিনি রাতারাতি পকেটে মোটা অংকের টাকা ঢুকিয়ে ফেলছেন। আর এই দুই ফসলের মিশ্রণে তার আয় আরো বহুগুণ বেড়েছে।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টায় সাফল্য! সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী উদ্ধার করল পুলিশ, আটক ১

বাগান চাষি বাগেন্দ্র কুশওয়াহার বলেছেন, প্রাকৃতিক সার ব্যবহার করে যদি মিশ্র চাষ করা যায়, তাহলে খরচ যেমন একদিকে কমে, তেমন আয়ও বাড়ে। আর লঙ্কা গাছ থেকে 4-5 মাস ধরে প্রতিদিন ফল পাওয়া যায়। ফলে কৃষকরা খুব সহজেই নিয়মিত টাকা আয় করতে পারে। এমনকি প্রতিদিন 5000 টাকা ইনকাম করাও কোনও ব্যাপার না।

Leave a Comment