লঞ্চ হল iPhone 17 সিরিজ! দেখে নিন ভারতে প্রতিটি মডেলের দাম

iPhone 17 Series

সৌভিক মুখার্জী, কলকাতা: iPhone প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বহুল প্রতীক্ষিত iPhone 17 সিরিজ অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হল। তবে এবার এই সিরিজের চারটি মডেল এসেছে। আর সেগুলি হল—iPhone 17, iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

নজরকাড়া ডিজাইন, শক্তিশালী প্রসেসর আর উন্নত ক্যামেরার পাশাপাশি যোগ রয়েছে এবার Apple Intelligence নামের AI ফিচার যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তুলছে। তবে কবে থেকে পাওয়া যাবে এই iPhone 17 সিরিজ এবং ভারতের বাজারে দামই বা কত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

iPhone 17 মডেলের দাম ও ফিচার

iPhone 17 ফোনটি 256GB ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 82,900 টাকা থেকে। আর এটিতে রয়েছে 6.3 ইঞ্চির ProMotion ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি রয়েছে A19 চিপ এবং ডুয়াল লেন্স ক্যামেরা হিসেবে 48MP ফিউশন সেন্সর এবং টেলিফটো লেন্স। এমনকি এই ফোনের ব্যাটারি লাইফ iPhone 16 এর থেকেও এক ঘন্টা বেশি। পাশাপাশি 20 মিনিটেই 50% চার্জ হয়ে যাবে।

iPhone Air মডেলের দাম ও ফিচার

এই মডেলটির 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,19,900 টাকা। এটিতে রয়েছে টাইটেনিয়াম বডি এবং Ceramic Shield 2 সুরক্ষা ফিচার। পাশাপাশি 6.5 ইঞ্চির ProMotion Always-on ডিসপ্লে থাকছে। ফোনটিতে রয়েছে A19 Pro চিপ এবং 48MP ফিউশন ক্যামেরা সেন্সর। পাশাপাশি একাধিক ফোকাল লেংথ ও ডুয়াল ক্যাপচার ভিডিও রেকর্ডিং-এর সুবিধা থাকছে। এই ফোনটি 40 ঘণ্টা ভিডিও প্লে-ব্যাকের সুবিধা দেবে।

iPhone 17 Pro মডেলের দাম ও ফিচার

এই মডেলটির 256GB ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 1,34,900 টাকা থেকে। ফোনটিতে রয়েছে Ceramic Shield 2 এবং অ্যালুমিনিয়াম বডি। রয়েছে A19 Pro চিপ এবং ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তি। ফোনটিতে রয়েছে ট্রিপল 48MP ক্যামেরা, যার মধ্যে 100mm টেলিফটো লেন্স থাকছে।

iPhone 17 Pro Max মডেলের দাম ও ফিচার

এই ফোনটির দাম শুরু হচ্ছে 1,49,900 টাকা থেকে। ফোনটিতে সর্বপ্রথম 2TB পর্যন্ত স্টোরেজ দেওয়া থাকছে। আর এই ফোনটিতে রয়েছে বড় ব্যাটারি এবং A19 Pro চিপ। পাশাপাশি ট্রিপল 48MP ক্যামেরা রয়েছে এবং টেলিফটো লেন্সে সর্বোচ্চ 200mm অপটিক্যাল জুম, আর 48x ডিজিটাল জুমের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুনঃ অবশেষে কাটল চিংড়িঘাটার জট, শীঘ্রই নতুন মেট্রো রুট পাবে কলকাতাবাসী

iPhone-র অফার

তবে Apple জানিয়ে দিয়েছে যে নতুন iPhone গ্রাহকরা এবার সর্বোচ্চ 6 মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাবে। এমনকি আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের কোনও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5000 টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

Leave a Comment