লন্ডনে গর্জে উঠল বাঙালি হিন্দুরা, বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ

Khalistani on Bengali Hindus

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে এবার লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভে সামিল হয়েছে প্রবাসী বাংলাদেশী হিন্দুরা। তবে সেই প্রতিবাদ মিছিল হঠাৎ করে রণক্ষেত্রে রূপ নেয়, যখন খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের একটি গোষ্ঠী পাল্টা বিক্ষোভ শুরু করে (Khalistani on Bengali Hindus)। অভিযোগ ওঠে, বাংলাদেশ হাই কমিশনের সামনে ইউনূস সরকারের একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওই খলিস্তানিরা।

হিন্দু হত্যার প্রতিবাদে পথে নামল প্রবাসীরা

প্রবাসী বাংলাদেশী হিন্দুদের দাবি, বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক মহালে নীরবতা চোখে পড়ার মতো। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই অংশ। এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্যই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের সামনে জমায়েত হয়েছিলেন তারা। তবে সবথেকে বড় ব্যাপার, বিক্ষোভ চলাকালীন হঠাৎ করে সেখানে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের একটি দল উপস্থিত হয়। আর অভিযোগ ওঠে, তারা হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিতে শুরু করে। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাঠে নামে লন্ডন পুলিশ।

আরও পড়ুন: কলকাতা সহ ৪৮ শহরে ট্রেনের ক্যাপাসিটি দ্বিগুণ করতে চলেছে রেল

এমনকি সংঘর্ষ বাড়লে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও মোতায়ন করতে হয়। কোনও বড় ধরনের ঘটনা না ঘটলেও গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লন্ডন পুলিশ পরিস্থিতি শান্ত রাখার জন্য উভয় পক্ষকে সরিয়ে দেয়। তবে এই ঘটনার প্রেক্ষাপটে ফের খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের নাম আলোচনার শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশের কিছু ভারত বিরোধী গোষ্ঠীর প্রতি প্রকাশ্যে সে সমর্থন জানিয়েছে। এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চল ভেঙে নতুন রাষ্ট্র গঠনেরও উস্কানি দিয়েছিল সে।

আরও পড়ুন: ‘মমতাকে বাংলাদেশিরাও ভরসা করে!’ সৌগত রায়ের বক্তব্যে উত্তাল রাজ্যের রাজনীতি

হ্যাঁ, সদ্য প্রকাশিত একটি বিতর্কিত মানচিত্রে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের অংশ নিয়ে একটি নতুন দেশের দাবি করেছে সে। আর সেই কল্পিত রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে ট্রাম্পল্যান্ড। এমনকি অরুণাচল প্রদেশকে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে যার জেরে বিতর্ক আরও জমে উঠেছে। উল্লেখ করার বিষয়, এর আগেও গুরপতবন্ত সিং পান্নুন একাধিকবার ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়াম এবং বিমান হামলার হুমকিও দেয়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য পুরস্কার ঘোষনার মতো চরমপন্থী মন্তব্য করেছিল সে। এইসবের জন্য তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তবে লন্ডনের এই ঘটনায় সংখ্যালঘু প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment