বিক্রম ব্যানার্জী, কলকাতা: হম্বিতম্বিই সার! এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ার হুমকি দিয়েও তা করে দেখাতে পারল না পাকিস্তান। যার জেরে, বিশ্ব ক্রিকেট মঞ্চে আরও একবার মুখ পুড়ল পাক ক্রিকেট দলের। আসলে, রবিবারের রাতে ভারতীয় প্লেয়াররা হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তোলে পাক ক্রিকেট বোর্ড।
PCB-র তরফে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়, ম্যাচ রেফারি অ্যান্ডিকে এশিয়া কাপ থেকে অপসারণ করা হোক। যুক্তি হিসেবে পাকিস্তানি ক্রিকেট বোর্ড জানায়, এই রেফারির কারণেই ভারতীয় দল পাক ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি। তিনি, পাক অধিনায়ক সলমান আলি আঘা এবং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে একে অপরের সাথে হাত মেলাতে বারণ করেছিলেন।
এখানেই শেষ নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন জানানোর পাশাপাশি এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ারও হুঁশিয়ারি দেয় PCB (Pakistan Threat On Asia Cup)। হ্যারিস রউফদের বোর্ড জানায়, তাদের দাবি না মানা হলে এশিয়া কাপে আর খেলবে না পাকিস্তান দল। তবে বাস্তবে, ICC পাক বোর্ডের দাবি উড়িয়ে দিলেও এশিয়া কাপে খেলছেন আঘারা।
এশিয়া কাপ থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছেই ছিল না পাকিস্তানের!
ESPN Cricinfo এর রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনাই ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের। জানা যায়, ICC সিদ্ধান্ত জানানোর আগেই PCB সিদ্ধান্ত নিয়েছিল, তারা এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলবে। সেই মতোই, আগামীকাল অর্থাৎ বুধবার UAE দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে সলমান বাহিনী। এই ম্যাচের উপরই নির্ভর করছে ভারতের পর এ গ্রুপ থেকে কোন দল সুপার ফোরে উঠবে।
অবশ্যই পড়ুন: ফের রক্ত ঝরল বালুচিস্তানে! ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ পাকিস্তানি সেনা
প্রসঙ্গত, পাকিস্তানের দাবি যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দরবারে খারিজ হয়ে যাবে সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। কারণ, ICC-র নিয়মে এমন কোথাও লেখা নেই, ক্রিকেট ম্যাচের আগে এবং পরে প্রতিপক্ষ প্লেয়ারদের সাথে হাত মেলানো বাধ্যতামূলক। আসলে হ্যান্ডশেক মূলত সৌজন্যতা এবং এটি পুরোপুরি ঐচ্ছিক। কোনও দল না চাইলে সৌজন্যতা না-ই দেখাতে পারেন। ভারতও ঠিক সেটাই করেছে। তাই শাস্তির কোনও প্রশ্নই ওঠে না। সে কারণেই পাকিস্তান বোর্ডের আবেদন খারিজ করলেন জয় শাহেরা।