লর্ডসে দুর্ধর্ষ লড়াই! ইংল্যান্ডকে বধ করতে পারলেই ৩৯ বছরের ইতিহাস বদলে দেবে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমে উঠেছে লর্ডস টেস্ট। প্রথম দুই টেস্টে ভারত এবং ইংল্যান্ড উভয় দলই জয় তুলেছে। কাজেই এখন লক্ষ্য তৃতীয় টেস্ট অর্থাৎ লর্ডসে নিজেদের এগিয়ে রাখা। সেই লক্ষ্য নিয়েই তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডকে 192 রানে বেঁধে ফেলে টিম ইন্ডিয়া।

ফলত, দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে 193 রানের লক্ষ্য পায় ভারত। বর্তমানে সেই রান তাড়া করতেই মরিয়া শুভমন বাহিনী। পুরনো পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের লক্ষ্য তাড়া করে যদি লর্ডস টেস্ট জিততে পারে ভারত, সেক্ষেত্রে 39 বছরের পুরনো ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন গিলরা।

39 বছর আগেকার স্মৃতি উসকে দেওয়ার সুযোগ রয়েছে শুভমনদের

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। যশস্বী, করুণ নায়ার, শুভমন ও আকাশদীপের ব্যর্থতায় 58 রানে 4 উইকেট হারায় ভারত। তবে সুযোগ যে নেই তেমনটা একেবারেই নয়। বর্তমানে 90.2 ওভারে 135 রান করতে হবে টিম ইন্ডিয়াকে। এবং তা যে সম্ভব সে কথা বহুবার প্রমাণ করে দেখিয়েছে ভারতীয় দল।

আর সেই সূত্র ধরেই মাথা চাড়া দিয়ে উঠেছে 39 বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করার আশা। বলে রাখি, লর্ডসের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় দল এখনও পর্যন্ত 7 ম্যাচে লক্ষ্য তাড়া করে মাত্র একটিতে জিতেছে। হ্যাঁ, আজ থেকে অন্তত 39 বছর আগে অর্থাৎ 1986 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের মাঠে লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ভারত। সেবার জয়ের জন্য 134 রান করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

অবশ্যই পড়ুন: বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নতুন প্রতিভা তৈরিই লক্ষ্য, বিরাট কর্মযজ্ঞে নামল ইস্টবেঙ্গল

বিশেষজ্ঞরা বলছেন, 39 বছর আগেকার স্মৃতি ফিরিয়ে আনার সুযোগ রয়েছে ভারতের। এক কথায়, পন্থ, রাহুলরা যদি ইংল্যান্ডের তৈরি করে দেওয়ার লক্ষ্য তাড়া করে লর্ডস টেস্ট জিতে নেন, সে ক্ষেত্রে নতুন ইতিহাসে পা রাখবে সাদা পোশাকের স্বদেশিরা। কাজেই, এখন দেখার ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে ভারতীয় দল সেই জটিল কাজটি করে দেখাতে পারে কিনা।

Leave a Comment