লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের ৫টি কামরা, মৃত্যু ৮ হাতির! ব্যাহত রেল পরিষেবা

rajdhani express accident

সহেলি মিত্র, কলকাতা: দেশে ফের একবার বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। লাইনচ্যুত হল রাজধানী এক্সপ্রেসের একের পর এক কামরা (Rajdhani Express Accident)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, আজ শনিবার সকালে আসামের লামডিং বিভাগে ট্রেন দুর্ঘটনা ঘটে। সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বন্য হাতির একটি পালের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

আসামে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস

শনিবার ভোরে আসামের হোজাই জেলায় সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় আটটি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। দুর্ঘটনার কারণে  আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। রেলওয়ে উদ্ধার অভিযান শুরু করেছে এবং বিকল্প ব্যবস্থা করে যাত্রীদের পরবর্তী ভ্রমণ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

মৃত্যু ৮ হাতির

শনিবার সকালে আসামে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) লামডিং বিভাগের যমুনামুখ-কামপুর সেকশনে রাজধানী এক্সপ্রেসের সাথে বন্য হাতির সংঘর্ষে ট্রেনটি দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি লাইনচ্যুত হয়। একাধিক রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই ত্রাণ ট্রেন এবং রেল কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতির দেহের অংশগুলি লাইনচ্যুত এবং লাইনচ্যুত বগিগুলির কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। এই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে মোট ৮টি হাতির।

আরও পড়ুনঃ মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প

শোনা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের অস্থায়ীভাবে অন্যান্য কোচের খালি বার্থে রাখা হবে। গুয়াহাটিতে পৌঁছানোর পর, সমস্ত যাত্রীদের থাকার জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে এবং তারপরে ট্রেনটি তার পরবর্তী যাত্রার জন্য রওনা হবে।

Leave a Comment