লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ির ১২টি কোচ! ভয়াবহ রেল দুর্ঘটনা বিহারে

Bihar Train Accident

সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের জামুই জেলায় বড়সড় রেল দুর্ঘটনা (Bihar Train Accident)। হ্যাঁ, দিল্লি-হাওড়া লাইনের আসানসোল ডিভিশনের আওতায় তেলুয়া বাজার হল্ট স্টেশনের কাছে হঠাৎ করে লাইনচ্যুত হয়ে পড়েছে একটি সিমেন্ট বোঝাই মালগাড়ির একাধিক বগি। এমনকি তিনটি বগি কার্যত নিচে পড়ে যায়, যা নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শনিবার রাত ১১:৩০ মিনিট নাগাদ যাসিদিহ থেকে ঝাঝার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বারুয়া নদীর উপর অবস্থিত ব্রিজ নম্বর ৬৭৬ এবং পোল নম্বর ৩৪৪/১৮ এর কাছে হঠাৎ করে ওই মালগাড়িটির ১২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার মধ্যে তিনটি বগি সেতু থেকে নিচে পড়ে। পাশাপাশি কয়েকটি বগি একে অপরের উপর চেপেও যায়। এমনকি বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট চারদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ বাংলার রেশন ডিলারদের পোয়া বারো, দীর্ঘদিনের দাবি মানল সরকার

আরও পড়ুন: ফের রেকর্ড দাম বৃদ্ধি সোনার, ১৭০০ টাকা বাড়ল রুপোর দরও! আজকের রেট

এই দুর্ঘটনার যাসিদিহ–ঝাঝা রেল সেকশনের আপ এবং ডাউন দুটি লাইন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ফলত, দিল্লি-হাওড়া মেন রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আর বহু দূরপাল্লার ট্রেন আটকে পড়ার আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনওরকম প্রাণহানির খবর মেলেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ, আরপিএফ এবং রেলের টেকনিক্যাল টিম। তবে গভীর রাতে এবং ঘন কুয়াশার কারণে উদ্ধারকার্যে সমস্যা হয়েছিল। এখনও পর্যন্ত রেলের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিকভাবে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Comment