লাইনে দাঁড়ানো অতীত, এবার ১০ টাকায় মিলবে রিচার্জেবল কার্ড! কীভাবে ব্যবহার করবেন?

kolkata metro rechargeable card

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই আরও আধুনিক হচ্ছে মেট্রো পরিষেবা। বিশেষ করে নিত্য যাত্রীদের কথা ভেবে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে কলকাতা মেট্রো। একের পর এক নতুন মেট্রো রুট, ক্যাশলেশ পেমেন্ট থেকে শুরু করে নতুন অ্যাপ এনে সকলের যাত্রার অভিজ্ঞতাকেই বদলে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে এখানেই শেষ নয়, এবার কলকাতা মেট্রোতে রিচার্জেবল কার্ড (Kolkata Metro Rechargeable Card) চালু করার পরিকল্পনা করছে বলে খবর।

এবার কলকাতা মেট্রোতে রিচার্জেবল কার্ড

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি বড় তথ্য দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে বেসরকারি বিপণী সংস্থার লোগো-সহ মেট্রোর কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তিনি মেট্রোতে রিচার্জেবল কার্ড আনার কথা বলেন। অর্থাৎ এই নতুন পরিষেবা শুরু হলে টিকিটের জন্য আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। মিস হবে না আপনার কোনও মেট্রো। ইতিমধ্যে কলকাতা মেট্রোর তরফে নতুন কিছু পরিষেবার ছবি শেয়ার করা হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর আগেই বড় উপহার কলকাতা মেট্রোর! অনলাইনে টিকিট কাটলে মিলবে ৫% ছাড়

মেট্রোর জেনারেল ম্যানেজারের কথায়, “শুধু শুধু মানুষ কাউন্টারে দাঁড়িয়ে থাকেন। অথচ এখন অনেক আধুনিক ব্যবস্থা করা হয়েছে। সেখানে কেন মানুষ এতক্ষণ দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র একটা টিকিটের জন্য? তাই দৈনিক যাত্রার বিষয়টি মাথায় রেখে রিচার্জেবল কার্ড আনার ভাবনাচিন্তা শুরু হয়েছে।”

১০ টাকার বিনিময়ে মিলবে নতুন কার্ড

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কোনও যাত্রী যখন মেট্রোতে উঠবেন তখনই এটি রিচার্জ করতে সক্ষম হবেন। আপনাদের জানিয়ে রাখি, একবার যাত্রার জন্য এই কার্ড রিচার্জ করা যাবে। ১০ টাকা দিয়ে ওই কার্ড কেনা হলে ন্যূনতম ৬ মাস সেটির মেয়াদ থাকবে।

Leave a Comment