লাগবে না কোনও ট্র্যাক, চলবে রাস্তার উপরে! পাকিস্তানকে বিশেষ ট্রেন উপহার দিল চিন

Trackless Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: চিন আর পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা কারোরই অজানা নয়। আর সেই বন্ধুত্বের ময়দানেই এবার পাকিস্তানকে বিরাট উপহার দিল চিন। হ্যাঁ, অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছে চিন। পাশাপাশি পাকিস্তানের পরিকাঠামোগত উন্নয়নেও পাশে থেকেছে জিনপিং-এর দেশ। আর এবার তারা এমন এক উপহার দিয়েছে, যা শুনলে আপনিও ভিমড়ি খাবেন।

আসলে চিন এবার পাকিস্তানকে একটি বিশেষ ধরনের ট্রেন উপহার দিয়েছে, যা রেললাইনের উপর নয়, বরং চলবে সাধারণ রাস্তায়। হ্যাঁ, এই অভিনব ট্রেনটির নাম মেট্রো অন হুইলস বা চাকার উপর মেট্রো। আর এটি পাকিস্তানের ইতিহাসে প্রথম ট্র্যাকলেস মেট্রো পরিষেবা (Trackless Metro) হতে চলেছে, যা সম্পূর্ণ পরিবেশবান্ধব। সম্প্রতি এটি লাহোর শহরে উদ্বোধন হয়েছে।

তবে এই প্রকল্প শুধুমাত্র লাহোরে সীমাবদ্ধ নয়, বরং পাঞ্জাব সরকার আগামী দিন রাজ্যের 30টি শহরে এই ধরনের ট্র্যাকলেস মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছে। আর সরকারের মূল উদ্দেশ্য হল, শহরের যাতায়াত ব্যবস্থাকে আরো আধুনিক, সহজ এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসা।

কী বিশেষত্ব এই ট্র্যাকলেস মেট্রোর?

আসলে এটি কোনও প্রচলিত ট্রেন নয়, বরং এটি অত্যাধুনিক এআরটি সিস্টেম, যেটি মাল্টি কোচযুক্ত ইলেকট্রিক বাস ব্যবহার করেই চলবে। আর প্রতিটি গাড়ি 250 থেকে 300 জন যাত্রী বহন করতে পারবে। এর মূল বৈশিষ্ট্যগুলি হল—

  • এটি চালানোর জন্য আলাদা রকম কোনো রেল লাইনের প্রয়োজন হয় না। সাধারণ রাস্তাতেই এটি চলবে। 
  • ট্রাম ও বাসের মেটালস দিয়েই এই যান তৈরি করা যায়।
  • ভার্চুয়াল রেল ট্র্যাকের মাধ্যমেই নির্ধারিত পথে এই ট্রেন চলে।
  • এটি সৌরশক্তি চালিত স্মার্ট চার্জিং স্টেশন থেকেই চলবে।
  • এতে থাকবে ওয়াইফাই এবং সিসিটিভি নজরদারির সুবিধা।
  • এতে একেবারে সাধারন পরিবহন খরচেই চলা যাবে। এমনকি সময়ও লাগবে কম।

আর এই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে শতাধিক গাড়িকে ট্রাকলেস মেট্রো পরিষেবায় বদলানো যাবে। ফলে ট্রাফিক জ্যাম কমাতে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা নেবে এই পরিষেবা, তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট, দূষণ এবং যাত্রীদের ভোগান্তী। আর সে কারণেই মেট্রো পরিষেবার সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বলেছেন, এই মেট্রো শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে নয়, বরং শহরের মধ্যে যান চলাচলের ভারসাম্যও আনবে। এমনকি প্রতিটি শহর আধুনিক পরিবহন ব্যবস্থার জন্য পরিচিত হবে।

আরও পড়ুনঃ বাংলায় থাকতে করেছিলেন বাবা ভাড়া! বাংলাদেশি রকি মণ্ডলের কীর্তি জেনে চমকে যাবেন

প্রসঙ্গত, এই প্রকল্পের প্রথম ধাপে লাহোর, ফয়সালাবাদ এবং গুজরানওয়ালা শহরকে বেছে নেওয়া হয়েছে। আর পরবর্তী ধাপে আরও দশটি শহরে এই পরিষেবা চালু করা হবে বলে মনে করা হচ্ছে। পুরো প্রকল্পটি আগামী 5 বছরের প্ল্যান হিসেবেই নেওয়া হয়েছে। এমনকি 2026 সাল থেকে পুরোদমে যাত্রা শুরু করবে এই ট্র্যাকলেস মেট্রো। পাশাপাশি ধাপে ধাপে ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডির মতো শহরে এই পরিষেবা চালু হবে।

Leave a Comment