লাগবে না গিজার, হাড় কাঁপানো শীতে ট্যাঙ্কের জল থাকবে গরম! মানুন এই টিপস

Water Tank in Winter

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিসেম্বর পড়তেই বাংলা জুড়ে পড়েছে হার কাঁপানো শীত। তবে শীতের সময় সকালে উঠে সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় স্নান করা। ট্যাঙ্কের জল গায়ে দিলে তো গায়ে কাঁটা মারে (Water Tank in Winter)। আবার সবার পক্ষে গিজার বসানোও সম্ভব হয় না। কিন্তু যদি আমরা বলি সামান্য একটু উপায় মানলেই ট্যাঙ্কের জল গরম থাকবে! পাশাপাশি গিজারের জন্য টাকাও খরচ করতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

থার্মোকলের পুরু চাঁদর জড়িয়ে রাখুন

যদি আপনার ট্যাঙ্ক ছাদে অবস্থিত হয়, তাহলে তার চারপাশে থার্মোকলের একটি পুরু চাঁদর জড়িয়ে রাখা চেষ্টা করুন। এটি খুব কার্যকর সমাধান হতে পারে। কারণ, থার্মোকল ঠান্ডার বিরুদ্ধে কাজ করে। আর এটি তাপকে বেরিয়ে যেতে এবং ঠান্ডা বাতাসকে ট্যাঙ্কে প্রবেশ করতে বাধাও দেয়। ঠিক যেমন শীতের সময় সোয়েটার শরীরের ভিতরে তাপ ধরে রাখে। থার্মোকাগুলোও ঠিক সেরকম কাজ করবে। আর এটি সকালে জলকে খুব ঠান্ডা হতেও দেবে না। এর ফলে ট্যাঙ্কের জল সারাদিন স্নান বা বাসন ধোঁয়ার জন্য উপযুক্ত থাকে।

প্যাকেজিং বাবল রং

যদি কারোর বাড়িতে প্যাকেজিং বাবল রং থেকে থাকে, তাহলে সেগুলো ফেলে দেবেন না। বরং, শীতকালে এটি ট্যাঙ্কের জন্য হিটার হিসেবে কাজ করে। এই বাবল রং সম্পূর্ণ বাতাস ভরা থাকে, যা ট্যাঙ্ককে ঠান্ডা হতে বাধা যায়। মোটামুটি ট্যাঙ্কটিকে দুই বা তিনটি স্তরে রং করে দিলে ট্যাঙ্কের দেওয়ালে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না আর জল গরম থাকে। শীতকালে বাইরের শিশির এবং ঠান্ডা বাতাস জলকে সবথেকে বেশি ঠান্ডা করে তোলে। উল্লেখ্য, সেক্ষেত্রে যদি আপনার ট্যাঙ্ক ফাঁকা জায়গায় থাকে, তাহলে একটি কাঠের শেড বা ছোট টিনের শেড দিয়ে ঢেকে এভাবে রং দিতে পারেন। এটি কার্যকরী উপায় হতে পারে।

পুরনো বস্তা বা মোটা কাপড়

আপনার ট্যাঙ্ক যদি খালি জায়গায় হয়ে থাকে, তাহলে আপনি ট্যাঙ্কের গায়ে পুরনো বস্তা বা মোটা কাপড় দিয়ে রাখতে পারেন। কারণ, এটি রাতের শিশিরের প্রভাবে ট্যাঙ্ককে ঠান্ডা করতে পারবে না। আরেকটি বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক পদ্ধতিও রয়েছে। আপনি ট্যাঙ্কটিকে কালো, গাড় নীল বা কালো বাদামী রং করলে দ্রুত সূর্যালোক শোষণ করতে পারবে। কারণ, গাড় রং তাপকে ধরে রাখে।

আরও পড়ুন: কলিং থেকে স্ট্যাটাস, ডেক্সটপ ব্যবহার! WhatsApp-এ যুক্ত হচ্ছে একাধিক নয়া ফিচার্স

উপযুক্ত জায়গায় রাখুন

সারাদিন সূর্যালোকের সংস্পর্শে থাকলে ট্যাঙ্কের জল এমনিতেই গরম হয়। এর জন্য কোনও বিদ্যুৎ, বাইরের সাহায্য বা অন্যান্য খরচের প্রয়োজন হয় না। তাই যেখানে ছাদে ভালো পরিমাণে রোদ আসে, সেখানে ট্যাঙ্কটিকে রাখার চেষ্টা করুন। কারণ, সূর্যের প্রাকৃতিক তাপ জলের তাপমাত্রাকে অনেকটাই বাড়িয়ে দেয়। যার ফলে সকালে স্নান করতে আর কোনওরকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, দিনের বেলা তাপ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কটিকে কাপড় বা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। এটি খুব একটা ব্যয়বহুল নয়। কিন্তু কার্যকরী সমাধান পাওয়া যাবে।

Leave a Comment