লাগবে না ডেবিট কার্ডের চার্জ, উঠে যাবে মিনিমাম ব্যালেন্সের নিয়ম! আপনার টাকা বাঁচাবে RBI

Reserve Bank of India On zero balance savings account new decision

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার সকাল সকাল রেপো রেট কমানোর ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এ নিয়ে চলতি বছরে পরপর তিনবার রেপো রেট কমাল RBI। এরই মাঝে এসেছে আরও এক বড় ঘোষণা। মূলত বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়মে বিরাট বদল ঘোষণা করে দিয়েছে রির্জাভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, আগামী বছর অর্থাৎ 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। আর সেই নিয়মের অধীনেই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে বড় ছাড় পাবেন আমজনতা। সহজ হবে ব্যাঙ্কিং পরিষেবা।

জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রাখা সহজ হবে

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, এবার থেকে দেশের বিভিন্ন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনও স্পেশাল ক্যাটাগরি থাকছে না। অর্থাৎ এবার থেকে সব ব্যাঙ্কেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এর সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। একই সাথে মিনিমাম ব্যালেন্স মেইনটেইনের সমস্যা থেকেও রেহাই পাবেন আমজনতা। অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ চাইলেও গ্রাহকদের উপর পেনাল্টি বসাতে পারবে না।

মিলবে আরও একাধিক সুবিধা

রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, নতুন নিয়ম কার্যকর হয়ে গেলেই এরপর থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ডেবিট কার্ড এবং চেক বই পেয়ে যাবেন। একই সাথে হাতে পাওয়া ডেবিট কার্ডের জন্য দিতে হবে না কোনও রকম বার্ষিক চার্জ। সেই সাথে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কথা চিন্তা করে ইউপিআই, আরটিজিএস, এনইএফটি, এমনকি আইএমপিএস লেনদেনের ক্ষেত্রেও প্রতিমাসে চারটি করে ফ্রি উইথড্রলের সুবিধা পাবেন গ্রাহকরা।

অবশ্যই পড়ুন: IPL নিলামের আগেই বিরাট খবর! ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে আনতে পারে KKR

আসলে রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রাখার প্রক্রিয়াটি সহজ করার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা চালু করে দেশের বেশিরভাগ মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সাথে যুক্ত করতে। বিশেষজ্ঞরা মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের দৌলতে আগামী দিনে প্রচুর মানুষ ব্যাঙ্কিং পরিষেবায় ঢুকে পড়বেন। শুধু তাই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালানোর ক্ষেত্রে যেসব অতিরিক্ত খরচ তাও আর দিতে হবে না সাধারণ মানুষকে।

Leave a Comment