লাভ ১১,০০,০০,০০,০০,০০ কোটি! ট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণায় ফুলেফেঁপে উঠলেন আদানি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র একটা সিদ্ধান্ত। ইরানের জোরালো হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা (Iran-Israel Ceasefire) করতেই হু হু করে বাড়ল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম।

জানা যাচ্ছে, ইরান-ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষে এক ধাক্কায় একেবারে 9 শতাংশ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছিল আদানির ওই সংস্থার শেয়ারের দাম। তবে সোমবার পশ্চিম এশিয়ার একাধিক মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার পর হঠাৎ ঘুরে দাঁড়ানোর বদলে ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট।

আর সেই এক সিদ্ধান্তেই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম মঙ্গলবার সকালে এক লাফে 5 শতাংশ বেড়ে গেল। যদিও পরবর্তীতে সামান্য ধাক্কা খেলেও ওই এক লহমায় 11 হাজার কোটি টাকা লাভ হয়েছে গৌতম সংস্থার।

অবশ্যই পড়ুন: গাড়ি নিয়ে স্টেশন চত্বরে ঢুকলেই মোটা অঙ্কের জরিমানা! নয়া নিয়ম চালু করছে রেল

কেন কমেছিল আদানির ওই সংস্থার শেয়ার মূল্য?

বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগ করার পাশাপাশি 2023 সালে ইজরায়েলের হাইফা বন্দর কিনে নেয় আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। সূত্রের খবর, সেবার 1.18 বিলিয়ন ডলার খরচ করে ওই বন্দরটি আপন করেছিল গৌতম সংস্থা।

একাধিক প্রতিবেদন মারফত খবর, সম্প্রতি ইজরায়েলের ওই বন্দর লাগোয়া একটি তেল শোধনাগারে জোরালো হামলা চালিয়েছিল ইরান। আর সেই হামলার পরই বিশ্বের বহু বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। যার জেরে অনেকেই নিজেদের বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

মূলত সেই কারণেই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছিল। তবে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে খোয়ানো শেয়ার ফিরে পেয়েছেন আদানি!

Leave a Comment