বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবস। কথাটা শুনলেই হাজারো স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ, লড়াই এবং ঐক্যের প্রসঙ্গ মনে পড়ে যায়। 1947 সালের 15 আগস্ট দিনটিতে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত যে স্বাধীনতার স্বাদ পেয়েছিল তা দীর্ঘ সময় পেরিয়ে আজও কয়েক মুহূর্তের জন্য মানুষকে গর্ববোধ করায়।
চলতি বছরও হাজারো স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। আর এদিনই দ্বাদশবারের মতো লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করবেন ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হ্যাঁ, একটানা 12তম বারের মতো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীদের তালিকায় নিজের জায়গাটা কিছুটা উন্নীত করবেন তিনি।
মোদির রেকর্ড ভাঙা যাত্রা
প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী রেকর্ড ভেঙে দিয়েছেন মোদি। আগামী 15 আগস্টও লালকেল্লা থেকে তিরঙ্গা উড়িয়ে নতুন কীর্তি গড়ার অপেক্ষায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন, লালকেল্লা থেকে পতাকা উড়িয়েই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে সরাসরি বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে প্রধানমন্ত্রীর কাছে। বলা বাহুল্য, গত বছর অর্থাৎ 2024 সালেই 11 বারের মতো লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 10 বারের রেকর্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদি। এবছর 12তম পতাকা উত্তোলনের মাধ্যমে নিজের অর্জনকে অব্যাহত রাখবেন তিনি!
অবশ্যই পড়ুন: “ভারতের সাথে সম্পর্ক আগের মতোই আছে”, ট্রাম্পের কড়াকড়ির মাঝেই বার্তা ওয়াশিংটনের
পতাকা উত্তোলনের রেকর্ডে মোদি এখন তৃতীয় নম্বরে
প্রায় সকলেই জানেন, তৎকালীন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে সবচেয়ে বেশিবার পতাকা উত্তোলন করে দেশের প্রধানমন্ত্রীদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনি মোট 17 বার লালকেল্লা থেকে স্বাধীন ভারতের পতাকা উড়িয়েছিলেন। নেহেরুর পরই প্রধানমন্ত্রীদের তালিকায় নাম রয়েছে তাঁর কন্যা ইন্দিরা গান্ধীর। মোট 16 বার লালকেল্লা থেকে পতাকা উড়িয়ে দেশের প্রধানমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
একইভাবে বর্তমানে 11 বার পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীদের তালিকায় রেকর্ডের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এখন অপেক্ষা দ্বাদশ বারের মতো পতাকা উত্তোলন করার। বলা বাহুল্য, মোট 6বার লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অটল বিহারী বাজপেয়ি। এদিকে 10 বার পতাকা তুলে চতুর্থ স্থানে জায়গা হয়েছে মনমোহন সিংয়ের।