লালকেল্লা বিস্ফোরণের রহস্য, নিজের মেয়েকে ধর্ষণ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১১ নভেম্বর)

Bangla News (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। লালকেল্লা বিস্ফোরণের রহস্য, নিজের মেয়েকে ধর্ষণ, ইসলামাবাদে বিস্ফোরণ সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) লালকেল্লা বিস্ফোরণে সামনে এল মূল অভিযুক্তের নাম

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী হামলাকারী হিসেবে জন্মু কাশ্মীরের পূর্ব পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক উমর মহাম্মদকে শনাক্ত করা হয়েছে। তিনি আল ফালাহ মেডিকেল কলেজে বর্তমানে কর্মরত ছিলেন এবং একাধিক জঙ্গির সঙ্গেও তার সংযোগ ছিল। এমনকি তার দুই সহযোগী গ্রেফতারের পর আতঙ্কে উমার ফরিদাবাদ থেকে পালিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। সূত্রের খবর, উমর এবং তার দল অ্যামোনিয়া নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) শিলিগুড়িতে চিতাবাঘের হামলায় জখম যুবক

শিলিগুড়ি শিব মন্দির এলাকায় এবার চিতা বাঘের হামলায় এক যুবক গুরুতর জখম হয়েছে। সূত্রের খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিছনের চা বাগান সংলগ্ন এলাকা থেকেই ওই চিতাবাঘটি অভিষেক প্রসাদের বাড়ির শৌচালয়ে লুকিয়ে ছিল। তবে সকালে বাথরুম ঢুকতেই ওই যুবকের উপর ঝাপিয়ে পড়ে বাঘটি। কিন্তু কোনওক্রমে তিনি প্রাণে বেঁচে যান এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর বনদপ্তরের কর্মীরা তল্লাশি শুরু করে দিয়েছে এবং আতঙ্কে স্থানীয়রা দোকানপাঠ বন্ধ করে রেখেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) হাওড়া ও শিয়ালদায় বাতিল একাধিক ট্রেন

পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেন নিয়ন্ত্রণ এবং বাতিল করা হবে। হাওড়া ডিভিশনের সাঁইথিয়া স্টেশনে ১২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক কাম পাওয়ার ব্লক চলবে। আর এর ফলে অন্ডাল-সাঁইথিয়া মেমু এবং একাধিক এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতে প্রভাব পড়তে পারে। পাশাপাশি শিয়ালদা ডিভিশনে ১১ নভেম্বর রাত থেকে ১২ নভেম্বর ভোর পর্যন্ত ট্রাফিক ব্লকের কারণে নৈহাটি, ডানকুনি সহ বেশ কিছু ট্রেন বাতিল হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বীরভূমে তৃণমূল কাউন্সিলরের ভিডিও ভাইরাল

বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং শহর তৃণমূল সহ সভাপতি প্রিয়নাথ সাউকে ঘিরে ফের বিতর্ক জড়াল। এবার একটি ভাইরাল ভিডিওতে তাকে এক মহিলার শরীরে ম্যাসেজ করতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। তবে এর আগেও তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তবে নতুন ভিডিও প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে বাংলার সবথেকে বড় মহাকাল মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে তিনি জানিয়েছেন, ১৭.৪ একর জমিতে এই মন্দির তৈরি করা হবে। এমনকি মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত ট্রাস্টে গৌতম দেব, অনিত থাপা সহ বেশ কিছু সদস্য থাকবেন। দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির পুরোহিতরা পূজোর দায়িত্ব থাকবেন আর বিনামূল্যে জমি দেবে সরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ইসলামাবাদ বিস্ফোরণে মৃত্যু ১২ জনের

ইসলামাবাদের এক আদালত চত্বরে মঙ্গলবার দুপুরবেলা ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১২ জনের এবং আহত হয়েছে ২৫ জন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আদালতের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। এমনকি আশেপাশের গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা অঞ্চল কেঁপে ওঠে এবং আগুন ছড়িয়ে পড়ে একাধিক গাড়িতে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন পলক মুচ্ছল

জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল তার মানবিক কাজের জন্য এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন। তিনি এবং তার ভাই পলাশ মুচ্ছল মিলে পলক-পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন পরিচালনা করছেন, যার মাধ্যমে ইতিমধ্যে ৩৮০০টির বেশি শিশুর হৃদরোগের অস্ত্রোপচারের খরচ বহন করা হয়েছে। এমনকি স্টেজ শো থেকে আয় করা অর্থ এবং নিজের সেভিংস ব্যবহার করেই তিনি এই কাজ চালাচ্ছেন। ২০১৩ সালে একাই ৫৭২টি সার্জারি সম্পন্ন করেছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) নবম-দশম শ্রেণীর ফলাফল প্রকাশ নভেম্বরেই

এবছর নবম এবং দশম শ্রেণীর এসএসসি নিয়োগ ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি। মোট ২৩,২১২টি শূন্যপদের জন্য ২ লক্ষ ৯৩ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোট ১১টি বিষয়ে। ইতিমধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে। যদিও ফলাফল এবং রেজাল্ট দেখায় অনেকে সমস্যা পোহাচ্ছে। তবে ইন্টারভিউ হবে ৮০ নম্বরের। ৬০ নম্বর লিখিত এবং ১০ শিক্ষাগত যোগ্যতা ও ১০ অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ১৭ নভেম্বর হবে নথিপত্র যাচাই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নিঠারী হত্যাকাণ্ডের অভিযুক্তকে খালাস করল সুপ্রিম কোর্ট

২০০৬ সালের নিঠারী হত্যাকাণ্ডে অভিযুক্ত সুরেন্দ্র কোলিকে খালাস করে দিল সুপ্রিম কোর্ট। নয়ডার ব্যবসায়ী মনিন্দর সিং এর বাড়ির ড্রেন থেকে শিশুদের কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। আর তা নিয়েই এই মামলার সূত্রপাত। সুরেন্দ্রকে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা যাবজ্জীবনে বদলায়। কিন্তু ২০২৩ সালে এলাহাবাদ হাইকোর্ট প্রমাণের অভাবে তাকে এবং মনিন্দর সিংকে খালাস করে দেয়। তবে ২০২৫ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট তার সব আপিল খারিজ করে মুক্তি দেয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) স্ত্রীকে তাড়িয়ে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ বাবার

উত্তর দিনাজপুরে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করল বাবা। হ্যাঁ, জানা যাচ্ছে, গোয়ালপুকুর থানা এলাকায় নিজের নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই অভিযুক্ত বাবা। কয়েক মাস আগে অভিযুক্ত তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছিল। এমনকি স্ত্রীর গায়ে হাত তুলেছিল। শেষে বাধ্য হয়ে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই ওই মহিলা। তবে বাড়িতে দুই মেয়েকে নিয়েই থাকছিল অভিযুক্ত। এদিকে বাড়িতে কেউ না থাকায় গত ৭ নভেম্বর মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু বাবার বিরুদ্ধে নির্যাতিতা থানায় সবটাই জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment