লেভেল টু ADAS, 5 Star রেটিং, নজরকাড়া ফিচার্স! লঞ্চ হল Maruti Suzuki Victoris

SUV Victoris

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের SUV বাজারে ঝড় তুলতে এবার Maruti Suzuki নিয়ে এল তাদের নতুন কম্প্যাক্ট সেগমেন্ট SUV Victoris। গ্র্যান্ড ভিটারার পর এটি সংস্থার দ্বিতীয় কম্প্যাক্ট C সেগমেন্ট SUV হতে চলেছে। তবে এবার থাকছে কিছু নতুনত্ব। জানা গিয়েছে গ্র্যান্ড ভিটারা যেখানে নেক্সা শোরুমের মাধ্যমে বিক্রি হচ্ছে, সেখানে Victoris এবার সরাসরি অ্যারেনা শোরুমেতেই আসবে। ফল মারুতির সবথেকে প্রিমিয়াম অফার হয়ে উঠতে পারে এই গাড়ি। আজকের প্রতিবেদনে জানাব এই গাড়ির সমস্ত ফিচার্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

বুকিং এবং ভ্যারিয়েন্ট

জানা যাচ্ছে, ইতিমধ্যেই Victoris-এর প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। মাত্র 11,000 টাকা টোকেন মানি দিয়েই দেশের যেকোনও অনুমোদিত অ্যারেনা ডিলারশিপ থেকে এই গাড়ি বুকিং করা যাবে। তবে SUV-টি মোটামুটি ছয়টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর সেগুলি হল—LXi, VXi, ZXi, ZXi (O), ZXi+, এবং ZXi+ (O)।

এক্সটেরিয়রে চমক

প্রসঙ্গত, Victoris তৈরি হয়েছে এবার সুজুকির গ্লোবাল সি প্ল্যাটফর্মে, যেটি গ্র্যান্ড ভিটারাতে ব্যবহার করা হয়েছে। তবে এই গাড়ির নকশা একেবারেই আলাদা। কারণ এতে থাকছে LED টেললাইট বার, নতুন গ্রিল, LED হেডল্যাম্প ও DRL, স্কয়ার্ড-অফ হুইল আর্চ, ডুয়াল-টোন ১৭-ইঞ্চি অ্যালয় হুইলের মতো ফিচার্স। এর পাশাপাশি শার্ক-ফিন অ্যান্টেনা, সামনে ও পিছনে হোয়াইট স্পিড প্লেট SUV-টিকে আরও স্পোর্টি লুক দিচ্ছে।

উল্লেখ্য, এই গাড়িটিতে নতুন দুটি শেড থাকবে। আর সেগুলি হল Eternal Blue এবং Mystic Green। পাশাপাশি মোট দশটি কালার অপশনে হাজির হচ্ছে এই কম্প্যাক্ট SUV।

ইন্টেরিয়রে প্রিমিয়ামের ছোঁয়া

এই গাড়ির ভিতরে ঢুকলে প্রথমেই নজর কাড়বে ট্রিপল লেয়ার ড্যাশবোর্ড। ডুয়ালটন ব্ল্যাক-আইভরি ফিনিশ, সফট টাচ প্যানেল, টেক্সচার্ড সিট আপহোলস্ট্রি এবং পিয়ানো ব্ল্যাক অ্যাকসেন্ট সহ বিলাসবহুল কেবিন রয়েছে এই গাড়িটিতে। গাড়িটিতে থাকছে 10.1 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, 8 স্পিকার ইনফিনিটি অডিও সিস্টেম উইথ ডলবি অ্যাটমস, প্যানোরামিক সানরুফ, 64 কালার অ্যাম্বিয়েন্ট লাইটের মতো ফিচার্স।

সেফটি ফিচার্স

ভারতের প্রথম এই অ্যারেনা মডেলে যুক্ত হচ্ছে লেভেল টু ADAS। পাশাপাশি থাকছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, এবিএস এবং ইবিডি ব্রেকিং সিস্টেম, হিল-হোল্ড কন্ট্রোল এবং 360 ডিগ্রি ক্যামেরার মতো সব সেফটি ফিচার্স। এমনকি এই গাড়িটি 5-স্টার রেটিংও পেয়েছে।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো মালিক কাঞ্জিকে অপহরণ করে খুন? নর্দমায় উদ্ধার দেহ

ইঞ্জিন ও ক্ষমতা

জানা গিয়েছে, Victoris-এ দুটি প্রধান ইঞ্জিন অপশন থাকবে। প্রথমত, 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যেটি 103 bhp পাওয়ার এবং 167 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে থাকবে 5-স্পিড ম্যানুয়াল বা 6-স্পিড অটো গিয়ার বক্স। এমনকি গাড়িটি সিএনজি ভার্সনেও মিলবে, যেখানে 87 bhp শক্তি উৎপন্ন করতে পারবে। দ্বিতীয়ত, গাড়িটিতে থাকবে 1.5 লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, যেটিতে ই-সিভিটি গিয়ার-বক্স থাকবে এবং গাড়িটির মাইলেজ দেবে 28.65 কিলোমিটার প্রতি লিটার।

Leave a Comment