লোকাল ট্রেনে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কামরা, বড় সিদ্ধান্ত নিল রেল

প্রীতি পোদ্দার, কলকাতা: কাজের তাগিদে বা অন্যান্য কারণে সকলের কাছে ট্রেন পরিষেবা প্রথম পছন্দ হলেও ভিড় ট্রেনে যাতায়াত করা সত্যিই খুব কষ্টকর। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্টকর হয়ে ওঠে প্রবীণদের জন্য। অফিস টাইমে যাত্রীদের ঠেলাঠেলি এবং ভিড়ের মাঝে তাঁরা যেন কূলকিনারা পায় না। তার উপর বসার জায়গা নিয়েও চলে একপ্রস্থ ঝামেলা। তবে এবার আর কষ্ট আর করতে হবে না। কারণ লোকাল ট্রেনে এখন থেকে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে।

প্রবীণদের জন্য নয়া সিদ্ধান্ত রেলের!

জানা গিয়েছে, সম্প্রতি রেলওয়ে বোর্ডের তরফেই এবার প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কম্পার্টমেন্ট করার পরিকল্পনা করা হয়েছে। আর সেই ভাবনা চিন্তার মাঝেই এবার সেন্ট্রাল রেলওয়ে ইতিমধ্যেই প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক তৈরি করে ফেলেছে। এবং এই রেক সম্পূর্ণ প্রবীণ নাগরিকদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। তবে এটি বর্তমানে মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে তৈরি করা হয়েছে।

কামড়া ডিজাইনে আনা হয়েছে চমক

সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে যে এই নয়া রেক নিয়ে প্রথমে প্রবীণ নাগরিকদের ফিডব্যাক নেওয়া হবে। এবং তাঁদের প্রতিক্রিয়ার পরই রেল পরবর্তী পদক্ষেপ করবে। প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে মাটুঙ্গার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য এই বিশেষ কামরা।

বাকি কামরা থেকে প্রবীণ নাগরিকদের কামরা আলাদাভাবে চিহ্নিত করতে আলাদা ভিনাইল ডিজাইনও করা হয়েছে। এছাড়াও কামরায় একটি বেঞ্চে বসার জন্য রাখা হয়েছে ২ জন ও ৩ জনের জায়গা।

বেশ খুশি প্রবীণরা

পাশাপাশি রেলের কাঠামো সূত্রে জানা গিয়েছে এই কামরায় প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নীচে রাখা হয়েছে। দরজার সামনেও ভারসাম্য রাখার জন্য বেশ কিছু ধরার হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। কামরার দুই দরজাতেই থাকবে ইমার্জেন্সি ল্যাডার বা সিঁড়ি। যাতে প্রবীণদের কামড়া থেকে নামতে বা উঠতে কোনো অসুবিধা হবে না। রেলের এই নয়া সিদ্ধান্তে বেশ খুশি প্রবীণরা।

আরও পড়ুন: ১৬০০ কোটি টাকা ব্যয়, বাংলায় এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের ব্রিজ, জুড়বে ৩ জেলা

টিকিটের ক্ষেত্রেও ছাড়

সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন যে, “এটাই প্রথম প্রোটোটাইপ। আমরা এই ধরনের আরও পরিবর্তন আনব। সমস্ত বয়সের যাত্রীদের জন্যই আনা হবে একাধিক সুবিধা।” এদিকে গত মাস থেকেই প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে ৪০-৫০ ছাড় ঘোষণা করেছে রেল।

পুরুষ প্রবীণদের ক্ষেত্রে যাঁদের বয়স ৬০ বছর বা তার বেশি, তাঁরা ট্রেনের টিকিটে ৪০% ছাড় পাবেন। অন্যদিকে মহিলা প্রবীণদের ক্ষেত্রে বয়স ৫৮ বছর বা তার বেশি হলে, তাঁরা ট্রেনের টিকিটে ৫০% ছাড় পাবেন।

Leave a Comment