লোপাট হওয়া ৫৬ লক্ষ টাকা কল্যাণের অ্যাকাউন্টে ফেরাল SBI

Kalyan Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে ব্যাঙ্ক জালিয়াতি বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে একের পর এক জালিয়াতির খবর উঠে আসছে খবরের শিরোনামে। পুলিশ প্রশাসন সতর্ক থাকলেও জালিয়াতির নানা উপায় বের করছে দুষ্কৃতীরা। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে নানা ভাবেই জাল বিছানো হচ্ছে। আর তাতেই মুহূর্তের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট পুরোপুরি খালি হয়ে যাচ্ছে। ভাগ্য সহায় থাকলে কখনও সেই টাকা ফেরৎ মিলছে তো কখনও আবার মিলছে না। এবার তেমনই জালিয়াতির শিকার হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ৫৬ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে উধাও হল তাঁর। তবে সেই লোপাট হওয়া টাকা এবার ফিরিয়ে দিল ব্যাঙ্ক।

কল্যাণের অ্যাকাউন্ট থেকে লোপাট ৫৬ লক্ষ টাকা!

রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার, রাতে কালীঘাট শাখার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানানো হয় যে শ্রীরামপুরে সাংসদের ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাটের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা প্রথমে বিধানসভার ডরম্যান্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। এবং পরে সেখান থেকে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। এদিকে সেই জালিয়াতির খবর জানতে পেরে রীতিমত ঘাবড়ে যান তিনি। সময় নস্ট না করে দ্রুত লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেন কল্যাণ। কিন্তু শেষপর্যন্ত জানা যায় লোপাট হয়ে যাওয়া সেই ৫৬ লক্ষ টাকা ফের কল্যাণের অ্যাকাউন্টে নাকি ক্রেডিট করল ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কেন্দ্রকে তুলোধোনা করলেন কল্যাণ

রিপোর্ট মোতাবেক গত শুক্রবার ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে যে ৫৬ লক্ষ লোপাট হয়েছে সেই টাকা ক্রেডিট করা হয়েছে। তবে সেটি উদ্ধার নাকি ক্ষতিপূরণ সেই নিয়ে কোনো তথ্য জানানো হয়নি। সেই কারণে এবার ব্যাঙ্ক সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করে তিনি জানান, যে বা যারা এই চক্র চালাচ্ছে, তাদের শীঘ্রই ধরা হোক। এছাড়াও সাধারণ মানুষের সঙ্গে যে দিনের পর দিন আর্থিক প্রতারণা হচ্ছে সে নিয়েও তিনি বলেন, ‘‘আজ মানুষ এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এমপি বলে হয়তো টাকা ফেরত পেলাম। কিন্তু সাধারণ মানুষের কী অবস্থা ভাবুন! কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমালে, তাঁর এ রকম ঘটলে কী হবে।”

আরও পড়ুন: বিরোধী দলনেতাকে আটকাতে রাস্তা খোঁড়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে! ফুঁসে উঠলেন শুভেন্দু

উল্লেখ্য, শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আর্থিক জালিয়াতি কর্মকাণ্ড নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। তাঁর মতে, ‘‘কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থা ED-কে দিয়ে এত কিছু করাচ্ছে, সেক্ষেত্রে ডিজিটাল জালিয়াতিদের ধরতে কেন শাখা খুলছে না? সেই দিকও তাঁদের নজর দেওয়া উচিত। ’’ যদিও এই মন্তব্য নিয়ে বিজেপির তরফে কোনো মতামত প্রেরণ করা হয়নি। যদিও এই প্রশ্ন শুধু কল্যাণের নয়, এই প্রশ্ন গোটা দেশবাসীর। জমানো টাকা যেখানে সুরক্ষার জন্য ব্যাঙ্কে জমা করা হয় সেখানে সেই সুরক্ষা কেন্দ্রই আজ বিপদের মুখে। প্রায়শই ব্যাঙ্ক জালিয়াতির কারণে সাধারণদের খোয়াতে হয় অনেক টাকা। তাই শীঘ্রই উচিত সরকারের চরম ব্যবস্থা নেওয়া।

Leave a Comment