বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক স্প্যানিশ কোচের জায়গা নিয়েছেন আরেক স্প্যানিশ কোচ। ইন্ডিয়ান সুপার লিগ জেতানো প্রধান কোচ হোসে মোলিনাকে ছেড়ে দিয়ে আরেক ISL জয়ী কোচ সের্জিও লোবেরাকে সিংহাসনে বসিয়েছে মোহনবাগান। দলের এমন পদক্ষেপকে যথাযথ হিসেবেই দেখছেন বাগান সমর্থকদের একটা বড় অংশ। তবে তাঁদের বক্তব্য, আর যাই হোক নতুন কোচকে দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আর এসবের মাঝেই, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Possible Playing XI) এর ছেলেরা।
শহরে আসছেন মোহনবাগানের নতুন কোচ
গত বুধবার, মোহনবাগানের তরফে নতুন কোচের আসনে নিজের নাম শোনার পরই আনুষ্ঠানিক চুক্তি শেষে ভারতে আসার জন্য ভিসার আবেদন করে দিয়েছেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা। ভিসা পাওয়া গেলেই শহরে পা রাখবেন তিনি। বাগান সূত্রে যা খবর, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে অনুশীলন শুরু, আর সেদিনই শহরে আসার কথা রয়েছে নতুন হেড স্যারের। এদিন তাঁর তত্ত্বাবধানেই অনুশীলন সারবে বাগানের যোদ্ধারা। তবে শেষ পর্যন্ত যদি ভিসা না পাওয়া যায় সে ক্ষেত্রে তিনি যতদিন না আসতে পারছেন ততদিন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনাররা প্লেয়ারদের অনুশীলনের দায়িত্বে থাকবেন।
নতুন কোচের অধীনে কেমন হতে পারে মোহনবাগানের একাদশ ?
মোহনবাগানের তরফে নতুন কোচের নাম ঘোষণা হতেই ভক্তদের কৌতুহল যেন তুঙ্গে উঠেছে। অনেকেই জানতে চাইছেন, নতুন কোচের হাত ধরে কেমন একাদশে সেজে উঠবে মোহনবাগান। ট্রান্সফার মার্কেটের এক প্রতিবেদনে মোহনবাগানের সম্ভাব্য একাদশ সম্পর্কে জানানো হয়েছে। সেই তথ্য অনুযায়ী, আক্রমণাত্মক দর্শনের জন্য পরিচিত লোবেরা বাগানের প্রথম একাদশ হিসেবে বেছে নিতে পারেন নিচে দেওয়া প্লেয়ারদের।
মোহনবাগানের হয়ে আক্রমণে…
সেন্টার ফরওয়ার্ড
মোহনবাগানের ফ্রন্টলাইনের কেন্দ্রবিন্দুতে সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য বেছে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেনকে।
লেফট উইং
নতুন কোচের অধীনে মোহনবাগানের লেফট উইং পজিশনে খেলবেন অস্ট্রেলিয়ান ফুটবলার জেসন কামিংস।
ডান প্রান্ত
নতুন কোচের অধীনে মোহনবাগানের ডান প্রান্তের দায়িত্বে থাকতে পারেন ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য মনবীর সিং।
মিডফিল্ড
নতুন কোচের অধীনে মোহনবাগানের আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে মিডফিল্ড লাইনকে নেতৃত্ব দিতে পারেন অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। পাশাপাশি মিডফিল্ডে থাকবেন মোহনবাগানের ভারতীয় ফুটবলার সাহাল আব্দুল সামাদ এবং আপুইয়া।
ডিফেন্স লাইন
মোহনবাগানের রক্ষণভাগের দায়িত্বে থাকতে পারেন চার তারকা ফুটবলার। এর মধ্যে লেফট ব্যাক পজিশনে খেলবেন অধিনায়ক শুভাশিস বসু। অন্যদিকে সেন্টার ব্যাক জুটিতে দেখা যেতে পারে আলবার্তো রদ্রিগেজ এবং মেহতাব সিংকে। অন্যদিকে বাগানের হয়ে রাইট ব্যাক পজিশনে খেলতে দেখা যাবে আশিস রাইকে।
অবশ্যই পড়ুন: রোল অবজার্ভার নিয়োগে দ্বন্দ্ব নবান্ন, কমিশনের! দায়িত্বে সিনিয়র IAS, কে এই সুব্রত গুপ্ত
গোলকিপার
প্রতিপক্ষকে আটকে দিয়ে যতবার সাফল্য এসেছে তার মধ্যে সিংহভাগ সময়েই মোহনবাগানের গোলরক্ষকের ভূমিকায় ছিলেন ভারতীয় ফুটবলার বিশাল কাইথ। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে সুপার কাপ সব ক্ষেত্রেই সবুজ মেরুনের রক্ষাকর্তা হয়েছেন তিনি। সম্প্রতি ডুরান্ড কাপের ডার্বিতে টাইব্রেকারেও লাল হলুদকে আটকে দিয়েছিলেন এই গোলকিপার। সেক্ষেত্রে তাঁকেই একাদশে রাখবেন লোবেরা।