শক্তিপুরের TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! তুলকালাম মুর্শিদাবাদ

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: এক গৃহবধূকে শ্লীলতাহানি মুর্শিদাবাদের (Murshidabad) শক্তিপুরে! আঙুল উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! অভিযোগ, ঘরে একা থাকার সুযোগ নিয়ে অশোভনীয় কার্যকলাপ করেছেন পঞ্চায়েত প্রধান দীনবন্ধু দাস। দিনের পর দিন এইরূপ অত্যাচারের প্রতিবাদে অবশেষে মুখ খুললেন নির্যাতিতা। শুধু তাই নয় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল শক্তিপুর থানায়।

হুমকি এবং শারীরিক নির্যাতন গৃহবধূর ওপর!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শক্তিপুরের বেলডাঙা এলাকার ঘোষপাড়ায়। অভিযোগ, নির্যাতিতার গৃহবধূর বেয়াইনের সঙ্গে মুর্শিদাবাদের শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু দাসের সঙ্গে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক ছিল। এমনকি প্রায়ই তাঁদের বাড়িতে এসে অশ্লীল আচরণও করে যেতে দেখা যায় তাঁকে। আর সেই গোপন তথ্য নির্যাতিতা জেনে যাওয়ায় তাঁকে নানা হুমকি এবং দিনের পর দিন নানা শারীরিক নির্যাতন করে ওই পঞ্চায়েত প্রধান। শেষে বাধ্য হয়ে এই নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে নির্যাতিতা গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন শক্তিপুর থানায়।

ক্ষুব্ধ গ্রামবাসী

স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক মাস ধরেই গ্রাম পঞ্চায়েত প্রধান দীনবন্ধু দাস একাধিক অপকর্মের সঙ্গে জড়িত। গ্রামের মহিলাদের সবসময় কুনজরে দেখতেন, এই নিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত এবং পুলিশের কাছে দারস্ত হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এমতাবস্থায় গৃহবধূর ওপর এমন অত্যাচারে ক্ষুব্ধ গোটা গ্রামবাসী। এদিকে দীনবন্ধু দাসের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেন নির্যাতিতার বেয়াইন। তাঁর অভিযোগ রাজনৈতিক হিংসার জেরে তাঁকে ফাঁসানোর জন্য এমন খারাপ কথা রটানো হচ্ছে, আদতে এসব কিছুই হয়নি। গোটা ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান দীনবন্ধু দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেখাননি।

আরও পড়ুন: ‘দুর্নীতি নিয়ে চাই জোরাল প্রমাণ!’ ৩২,০০০ চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বিরাট মোড়

প্রসঙ্গত, মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু দাসের এই অভিযোগকে ঘিরে শাসক দলের অন্দরে এক তীব্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ ব্যাপারে বেলডাঙা টু ব্লক সহ-সভাপতি শক্তি কর্মকার জানিয়েছেন যে, “দীনবন্ধু দাস আমাদেরই দলের লোক। অনেকদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কানে এসে পৌঁছেছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণিত হলে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয় দল থেকে বহিষ্কারও করার চিন্তাভাবনা করা হবে।”

Leave a Comment