শক্তি হারালেও নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ ৭ জেলা, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকেই টিপটাপ বৃষ্টিতে নাজেহাল মানুষ। তবে বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ বাড়বে সেটা আগাম জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আজ শনিবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা চোখে পড়েছে। সেইসঙ্গে বৃষ্টি তো আছেই দোসর হিসেবে। আসলে একের পর এক নিম্নচাপের জেরে বেজায় অবস্থা খারাপ কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের। দুর্গাপুজোর মুখে বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। এদিকে জায়গায় জায়গায় পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে সকলের। বৃষ্টি মাথায় করেই চলছে সবকিছু।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এখন রয়েছ ছত্তিশগড়ের উপরে। এই নিম্নচাপের সঙ্গে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর, শিবপুরী, দামোহ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বাংলায় এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। যার ফলে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে ঝড়-বৃষ্টি চলবে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক শনিবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেইসঙ্গে দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন ভারী বৃষ্টি নামতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

আগামীকালের আবহাওয়া

বুলেটিন অনুযায়ী, রবিবার আবার বাংলায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন ছুটির দিন দক্ষিণবঙ্গের শুধু কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে। অপরদিকে এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং দার্জিলিং জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment