শত জল্পনার মাঝেই ভারতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন খালিদ জামিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবল দল এলো খালিদের ছত্রছায়ায়। দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল সুনীল ছেত্রীদের দায়িত্ব পেতে পারেন খালিদ জামিল। যদিও এর মাঝে গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক।

তবে শুক্রবার জল্পনাতেই পড়ল সিলমোহর। প্রাক্তন কোচ মনোলো মার্কেজের উত্তরসূরী হিসেবে ভারতীয় ফুটবলের দুর্দিন কাটাতে অবশেষে দায়িত্ব কাঁধে নিচ্ছেন খালিদ জামিল। যে সম্ভবনা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি।

তিনজনের মধ্যে খালিদই প্রথম পছন্দ

মানোলো দায়িত্ব ছাড়ার পর থেকেই ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছিল ফেডারেশন। সেই মতোই তড়িঘড়ি প্রকাশ্যে আসে বিজ্ঞাপন। এরপর দীর্ঘ কয়েক দিন কাটিয়ে ফেডারেশন জানায়, 170টি আবেদনপত্র জমা পড়েছে।

আর সেসবের মধ্যে থেকে কাটা ছেঁড়ার মাধ্যমে তিনটি আবেদন পত্র চূড়ান্ত করেছিল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। শুক্রবার, সেই তিন মহারথী অর্থাৎ খালিদ জামিল, স্টিফন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচের মধ্যে থেকে খালিদকেই চূড়ান্ত করল ফেডারেশন। এবার ছেত্রীদের দায়িত্ব উঠতে চলেছে তাঁর কাঁধেই।

 

অবশ্যই পড়ুন: বাংলাতেও হবে SIR? ফের রাজ্যকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন! তুঙ্গে জল্পনা

কেন খালিদ জামিলকেই দায়িত্ব দিল ফেডারেশন?

ভারতীয় ফুটবলমহলের একাংশের দাবি, দীর্ঘ 4 বছর ধরে দেশের সর্বোচ্চ লিগ অর্থাৎ ISL-এ এক প্রকার রাজত্ব করছেন খালিদ জামিল! গত বছরগুলিতে হেড কোচের পদে নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর তত্ত্বাবধানে ইন্ডিয়ান সুপার লিগের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে জামশেদপুর।

এছাড়াও, এই মুহূর্তে বিদেশি কোচ এনে ভারতীয় দলকে ট্রেনিং করানোটা যথেষ্ট খরচ সাপেক্ষ। আসলে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা ও সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষার মাঝে বিদেশি কোচ নিয়োগ করে মোটা বেতন দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নেই ফেডারেশনের। মূলত সেই সব কারণকে মাথায় রেখে, স্বদেশী কোচদের ওপর দৃষ্টি ছিল ফেডারেশনের। ভারতীয় ফুটবলমহলের মতে, এইসব দিক মাথায় রেখেই খালিদকেই যোগ্য হিসেবে চিহ্নিত করেছে AIFF।

Leave a Comment