প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে কলকাতার সহ দক্ষিণের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিন রাত টানা বৃষ্টিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণেরা। অবশেষে টানা বৃষ্টির গোলকধাঁধা কাটিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রোদ উঠতে শুরু করেছে। কিন্তু এই আবহে হাওয়া অফিস ফির ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে। শনিবার থেকেই নাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
এইমুহূর্তে দক্ষিণবঙ্গের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা ধীরে ধীরে আপাতত ঝাড়খণ্ডের কাছে চলে গিয়েছে। শক্তিও হারিয়েছে বেশ। তবে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে গাঙ্গেয় বঙ্গের উপরে। যার দরুন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। এদিকে উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দুর্যোগ চলবে আগামী সোমবার পর্যন্ত।