শনিতেও প্রবল দুর্যোগ! ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল রাত থেকে হয়েই চলেছে বৃষ্টি। যার জেরে ধাপা থেকে শুরু করে বালিগঞ্জ, ওদিকে মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর, মেডিকেল কলেজ চত্বর জলের তলায়। শুধু তাই নয়, টানা বৃষ্টিতে জল জমেছে ভবানীপুর চত্বর এবং উল্টোডাঙ্গার এলাকার একাধিক রাস্তা। কিন্তু এখনই থামছে না দুর্যোগ। কারণ আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতকর্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপ পরিণত হয়েছে। অন্যদিকে পূর্ব-মধ্য দিয়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা টাইফুন উইফার রামিনেন্টের সঙ্গে মিলে নিম্নচাপ সৃষ্টি করেছে গতকাল। জানা গিয়েছে এই দুই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামীকালের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের জেরে আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রবিবারও নদিয়া ও মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ৪১ হাজার কোটি টাকার তেল ও প্রাকৃতিক গ্যাসের হদিশ রাজ্যে! ঘুরে যাবে বাংলার অর্থনীতি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই হাল। আগামীকাল অর্থাৎ শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন দুর্যোগের ঝড় বইবে জেলায় জেলায়।

Leave a Comment