শপিং মল, মেট্রো স্টেশনে মিলবে প্রিমিয়াম ব্র্যান্ডের মদ! নয়া নিয়ম সরকারের

New Liquor Policy Delhi

সৌভিক মুখার্জী, নয়া দিল্লি: রাজধানীতে বদলে যেতে বলেছে মদ কেনার অভিজ্ঞতা। এবার শপিং মল, মেট্রো স্টেশনগুলিতেই মিলবে প্রিমিয়াম কোয়ালিটির মদ। ইতিমধ্যে মন্ত্রী প্রবেশ ভার্মার নেতৃত্বে সরকার কর্তৃক গঠিত একটি কমিটি নতুন মদ নীতির খসড়া (New Liquor Policy Delhi) অনুমোদন দিয়েছে যা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা পড়েছে। নিয়ম অনুযায়ী, দিল্লিতে মদের দোকানগুলি এবার থেকে আর হাইব্রিড মোডে চলবে না। অর্থাৎ, বেসরকারি সংস্থাগুলিকে আর খুচরো মদের দোকান পরিচালনার লাইসেন্স দেওয়া হবে না। শুধুমাত্র চারটি সরকারি সংস্থা মদ বিক্রি করতে পারবে এবং আধুনিকীকরণের উপরও জোর দেওয়া হবে।

বদলে যেতে চলেছে মদ বিক্রির চিত্র

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে সরকার দিল্লিতে প্রিমিয়াম দোকানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি প্রিমিয়াম দোকানের জন্য একটি ন্যূনতম মানও নির্ধারণ করা হবে। এর পাশাপাশি মল, শপিং কমপ্লেক্স, মেট্রো স্টেশন চত্তর বা অন্যান্য স্থানে দোকান খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। মানুষ যেমন মলে কেনাকাটা করে, ঠিক তেমনই মদের দোকানেও একই রকম সুবিধা থাকবে। বলাবাহুল্য, দিল্লিতে বর্তমানে ৭৯৪ টির বেশি সরকারি মদের দোকান রয়েছে। আর সেগুলি DSIIDC, DTTDC, DSCSC এবং DCCWS দ্বারাই পরিচালিত। তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, নতুন নীতিমালায় ধর্মীয় স্থান, স্কুল বা আবাসিক কমপ্লেক্সের কাছে কোনও মদের দোকান খোলা যাবে না।

এদিকে মেট্রো কমপ্লেক্স বা মলের দোকানগুলিতে বেশি ভাড়া দিতে হবে। আর দিল্লিতে আধুনিক মদের দোকান এবং প্রিমিয়াম ব্র্যান্ডের সংখ্যা বাড়ানোর জন্য সরকার প্রতি বোতলে কমিশন বাড়ানোর সুপারিশ দিয়েছে। হ্যাঁ, বর্তমানে এই কমিশন ৫০ টাকা। তবে তা এবার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর মেট্রো এবং মলে দোকান খোলার ভাড়া অনেকটাই বেশি পড়বে। তাই বিক্রি বা কমিশন উভয়ের প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এক কথায়, এবার সব জায়গাতেই পাওয়া যাবে প্রিমিয়াম ব্র্যান্ডের মদ।

আরও পড়ুন: প্রেমিকাকে অশালীন মন্তব্য করার জের, নিজের বন্ধুকেই ইট দিয়ে থেঁতলে খুন যুবকের!

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা মনে করছেন যে, কমিশন বাড়ানো হলে প্রিমিয়াম ব্র্যান্ডের সংখ্যা আরও বাড়তে পারে। ফলে সূরা প্রেমীদের জন্য এক কথায় সোনায় সোহাগা হতে চলেছে। কিন্তু এর সরাসরি প্রভাব মদের দামের উপর পড়তে পারে। অর্থাৎ, আগামী দিনে গ্রাহকদের কিছু ব্র্যান্ডের মদের দাম আরও বেশি দিতে হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নতুন মদ নীতি কার্যকর করা হবে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Comment