প্রীতি পোদ্দার, কলকাতা: কখনও রোদ তো কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি, ইদানিং এমনই আবহাওয়া (Weather Update) চাক্ষুষ করছে বঙ্গবাসী। বঙ্গ ছেড়ে বর্ষা যেন যেতেই চাইছে না, এদিকে ক্যালেন্ডারের পাতায় শরৎ এসে গিয়েছে। আকাশে পেঁজা তুলোর মেঘও উঁকিঝুঁকি দিচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া খুবই স্বল্পস্থায়ী হয়ে উঠেছে। এমতাবস্থায় ফের নিম্নচাপের চোখরাঙানিতে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছেএইমুহুর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এর মূল প্রভাব রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকায়। নিম্নচাপ দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এদিকে নিম্নচাপের প্রভাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার, শুধুমাত্র বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: অথৈ জলে সল্টলেক দুর্ঘটনায় মৃত ডেলিভারি বয়ের পরিবার! রোজ জুটছে না খাবার, বাড়ছে ঋণ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার শুধুমাত্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।